কলকাতা, 7 অগাস্ট : স্বার্থের সংঘাত ট্রেন্ডে এবার বিদ্ধ হলেন রাহুল দ্রাবিড় । গতকাল তাঁকে এই নোটিশ পাঠান BCCI-এর এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন । সেই নোটিশের তীব্র বিরোধিতা করে এবার সরব হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দ্রাবিড়ের এক সময়ের সতীর্থ সৌরভ গাঙ্গুলি । এই নোটিশের সমালোচনা করে টুইটারে সৌরভ লেখেন, "ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক ।"
রাহুল দ্রাবিড় বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ৷ আবার ইন্ডিয়া সিমেন্ট গ্রুপের সহ-সভাপতি ৷ ইন্ডিয়া সিমেন্ট গ্রুপ IPL-এর টিম CSK-র মালিক ৷ এটি স্বার্থের সংঘাত বলে অভিযোগ তোলেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য সঞ্জয় গুপ্তা । তাঁর করা অভিযোগের ভিত্তিতে রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠানো হয় গতকাল । নোটিশের উত্তর দেওয়ার জন্য 16 অগাস্ট পর্যন্ত দ্রাবিড়কে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ।
এর আগে IPL চলাকালীন সৌরভ গাঙ্গুলিকেও স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ পাঠিয়েছিল BCCI । CAB সভাপতি হয়েও IPL-এর দল দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা পদে আছেন সৌরভ । সেই প্রশ্ন তুলে স্বার্থের সংঘাত প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে জানতে চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন নোটিস পাঠিয়েছিলেন সৌরভকে । উত্তরে সৌরভ অভিযোগ অস্বীকার করেন ।