কলকাতা, 12 মার্চ : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিন রাতের টেস্টে উপস্থিত থাকতে পারেননি ৷ সেই আফসোস রয়ে গিয়েছে ৷ কিন্তু টি-20-র উত্তেজনা হাতছাড়া করতে চান না ৷ তাই করোনা ভ্যাকসিন নিয়ে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আজ সন্ধ্যে সাতটায় মোদি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচ ৷
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দু'দুবার হাসপাতালে ভরতি হতে হয়েছে ৷ চিকিৎসকদের অনুমতি পাননি ৷ তাই ইচ্ছে থাকলেও ভারত-ইংল্যান্ড গোলাপি বলের টেস্টে উপস্থিত থাকতে পারেননি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সেদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মোতেরায় বসেছিল চাঁদের হাট ৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে দিন রাতের টেস্ট মিস করছেন তা টুইট করে জানিয়েছিলেন সৌরভ ৷ দেশের মাটিতে প্রথমবার দিন রাতের টেস্ট সাফল্যের সঙ্গে আয়োজন করেছিলেন সৌরভ ৷ কিন্তু শারীরিক অসুস্থতার জন্য দ্বিতীয় গোলাপি বলের টেস্টের সাক্ষী থাকতে পারেননি ৷ টি-20 সিরিজ শুরু আগে সৌরভ আগেভাগই জানিয়ে দিয়েছিলেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ ৷ ভ্যাকসিন নেওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি বিশের ম্যাচ দেখতে আমেদাবাদ উড়ে যাবেন ৷ সেইমতো আজ আমেদাবাদ গিয়েছেন তিনি ৷