পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিরাজ়ের দৃঢ়তার প্রশংসা ; পিতৃশোক কাটিয়ে ওঠার মতো শক্তি পাক, প্রার্থনা সৌরভের

ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হায়দরাবাদে মারা যান সিরাজ়ের বাবা মহম্মদ ঘাউস ।

Sourav Ganguly says Mohammed Siraj has strength to overcome the loss
Sourav Ganguly says Mohammed Siraj has strength to overcome the loss

By

Published : Nov 21, 2020, 6:15 PM IST

কলকাতা, 21 নভেম্বর : শেষ দেখাটুকুও হয়নি ৷ যিনি ছিলেন তাঁর ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে বড় সমর্থক, সেই বাবাকে হারিয়ে দিশেহারা হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ় ৷ অস্ট্রেলিয়ায় থাকা সিরাজ় কোয়ারানটিন নিয়মের কারণে ভারতে ফিরতে পারছেন না ৷ ফলে বাবার শেষকৃত্যেও যোগ দিতে পারছেন না ৷ এই দুঃসময়ে তরুণ পেসারের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রার্থনা করলেন, খুব শীঘ্রই পিতৃশোক কাটিয়ে উঠতে পারবেন সিরাজ ৷ পাশাপাশি সিরাজ়কে অসামান্য চরিত্রের মানুষ বলে বর্ণনা করেছেন তিনি ৷

জাতীয় দলের জার্সি গায়ে দেশকে প্রতিনিধিত্ব করাটা ভীষণ গর্বের ৷ IPL-এ ভালো খেলেছেন ৷ সেই সুবাদে টেস্ট স্কোয়াডেও জায়গা পেয়েছেন মহম্মদ সিরাজ় ৷ কিন্তু হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ়ের ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হায়দরাবাদে মারা যান তাঁর বাবা মহম্মদ ঘাউস । বয়স হয়েছিল 53 বছর ৷ সিরাজের যখন 7 বছর বয়স, তখন তাঁর বড় দাদার মৃত্যু হয় ৷ তাঁর বাবার মৃত্যু হওয়ায় পরিবারে আর শুধু রইলেন তাঁর মা শাবানা ৷ ফলে এই বিপদের সময়ে মায়ের পাশে দাঁড়ানোটা প্রয়োজন ছিল ৷ কিন্তু দেশে ফিরতে পারছেন না বলে সূদূর অস্ট্রেলিয়া থেকেই সেই কাজটা করে যেতে হচ্ছে তাঁকে ৷ সিরাজ়ের পাশে রয়েছেন গোটা ভারতীয় দল ৷ কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি তাঁকে সান্ত্বনা দিচ্ছেন ৷

এবার সিরাজ়ের উদ্দেশে বার্তা পাঠালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ শনিবার টুইটারে সৌরভ লেখেন, "প্রার্থনা করছি মহম্মদ সিরাজ় এই শোক কাটিয়ে ওঠার মতো শক্তি পাক ৷ ওর জন্য শুভেচ্ছা রইল ৷ অস্ট্রেলিয়া সফরে ও সাফল্য পাক এটাই চাইব ৷ অসাধারণ চরিত্র ৷"

ABOUT THE AUTHOR

...view details