পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্মিথ ও কোহলির তুলনা চান না সৌরভ - বিরাট কোহলি

বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের মধ্যে তুলনা চান না প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৷ একইসঙ্গে মহেন্দ্র সিং ধোনির অবসর জল্পনা নিয়েও মুখ খুললেন তিনি ৷

বিরাট কোহলি ও স্টিভ স্মিথ

By

Published : Sep 17, 2019, 4:13 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিরাট কোহলি না কি স্টিভ স্মিথ ৷ বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে সেরা কে ? এই নিয়ে জোর চর্চা চলছে বিশ্বক্রিকেটে ৷ তবে এই দুই ব্যাটসম্যানের মধ্যে তুলনা চান না প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ৷

গতকাল কলকাতা ম্যারাথনের দিন ঘোষণা নিয়ে এক অনুষ্ঠানে অংশ নেন সৌরভ ৷ চলতি বছরে 15 ডিসেম্বর হবে কলকাতা ম্যারাথন । ওই অনুষ্ঠানে ম্যারাথন নিয়ে কথা বলার ফাঁকে কোহলি-স্মিথের তুলনা নিয়ে প্রশ্নে সৌরভ বলেন, বর্তমান ক্রিকেট দুনিয়ায় স্টিভ স্মিথ ও বিরাট কোহলির মধ্যে কোনও তুলনা চলে কি না তা জানেন না । এরকম তুলনাও তিনি চান না । তিনি বলেন, "বিষয়টি পারফরমেন্সের৷ এই মুহূর্তে বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান । আর অ্যাসেজ় সিরিজ়ে স্মিথ যা পারফরমেন্স করেছেন, তা নিঃসন্দেহে প্রশ্নাতীত ।"

সৌরভ গাঙ্গুলি

সদ্য সমাপ্ত অ্যাসেজ়ে চার টেস্টে 7 ইনিংস ব্যাট করে 774 রান করেছেন স্মিথ ৷ বর্তমান টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে তাঁর দখলে ৷ টেস্টে স্মিথের সেঞ্চুরি সংখ্যা 26 ৷ আর কোহলি এখনও পর্যন্ত টেস্টে 25টি সেঞ্চুরি করেছেন ৷ সৌরভ বলছেন, পারফরমেন্স স্মিথের হয়ে কথা বলছে ।

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে কয়েকদিন আগেও নেট দুনিয়া তোলপাড় হয়েছিল । কোহলির একটি টুইট সেই জল্পনা জন্ম দেওয়ার মূলে । যদিও সেটা শুধুই জল্পনা ছিল বলে ধোনির স্ত্রী টুইট করে জানিয়েছিলেন । কোনও সন্দেহ নেই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে তা সবার অজানা । এই নিয়ে সৌরভ বললেন, নির্বাচকরা ও অধিনায়ক কোহলি এই ব্যাপারে কী ভাবছেন তা তাঁরাই বলতে পারবেন ।

ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা । ধর্মশালায় প্রথম T-20 ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে । এরপর আরও দুটো T-20 এবং তিনটি টেস্ট খেলবে প্রোটিয়ারা ৷ সৌরভ বলছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে ভারত নিঃসন্দেহে ফেভারিট । চিরকাল ভারত থেকে সিরিজ় জয় কঠিন । এবারও তার ব্যতিক্রম হবে না বলে সৌরভ নিশ্চিত ।

ABOUT THE AUTHOR

...view details