কলকাতা, 26 অক্টোবর : দুর্গাপুজো মানেই ব্যস্ততা সরিয়ে বাঙালিয়ানায় মেতে ওঠা । ব্যতিক্রম নন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ বাড়ির পাশের বড়িশা প্লেয়ার্স কর্নারের মণ্ডপে সময় কাটানোর ফাঁকে আড্ডা দিলেন চেনা পরিচিতদের সঙ্গে ।
দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে নিয়ে চলে গিয়েছিলেন দশ নম্বর আলিপুর রোডের জগমোহন ডালমিয়ার বাড়িতে । প্রয়াত ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের বাড়ির সঙ্গে BCCI- এর বর্তমান প্রেসিডেন্টের সখ্যতা বহু পুরানো । অভিষেক ডালমিয়া এখন CAB প্রেসিডেন্ট ।