পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তে : সৌরভ - সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সীমান্তের বেড়াজাল পেরিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের কাছেই আলাদা উন্মাদনার ৷ ICC টুর্নামেন্টে মুখোমুখি হলেও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে বহুদিন ধরে বন্ধ আছে দ্বিপাক্ষিক সিরিজ় ৷ এবার ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় নিয়ে নিজের মতামত জানালেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

India Pakistan
সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Dec 20, 2019, 6:26 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : 2012-13 সালে পাকিস্তানের ভারত সফরের পর আর দুই দেশ দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ ফের কবে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় হবে ? এই প্রশ্নের জবাবে আজ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট হবে কি না তা পুরোটাই কেন্দ্রের উপর নির্ভর করছে ৷ সরকারই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

2012-13 সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান ৷ তিন ম্যাচের একদিনের সিরিজ় 2-1 ব্যবধানে জিতেছিল পাকিস্তান ৷ আর 2 ম্যাচের T-20 সিরিজ় 1-1 ড্র হয়েছিল ৷ ওই সিরিজ়ের পর এশিয়া কাপ, ICC-র বিভিন্ন টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয় দুই দেশ ৷ কিন্তু, দ্বিপাক্ষিক সিরিজ় হয়নি ৷

বোর্ড সভাপতির পদে নিযুক্ত হওয়ার পর দু'মাস কাটিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ভারতীয় ক্রিকেটের উন্নয়নের জন্য তিনি কী কী ভাবছেন, তা নিয়ে আজ সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "মাত্র দু'মাস হয়েছে ৷ এর মধ্যেই গোলাপি টেস্ট আয়োজন করতে পেরেছি ৷ আগামীদিনেও ক্রিকেটের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে ৷"

সম্প্রতি সোশাল মিডিয়াতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 নিয়ে টুইটারে পোস্ট করেছিলেন সৌরভকন্যা সানা ৷ সেই খবর ভাইরাল হয় নেট দুনিয়ায় ৷ পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয় ৷ মেয়ের পোস্ট নিয়ে পরে সৌরভ টুইট করে লেখেন , ‘‘প্লিজ় সানাকে এ সবের বাইরে রাখুন । ওই পোস্টটা সত্যি নয় । রাজনীতি বোঝার মতো বয়সও ওর হয়নি ।’’ সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি ফের বলেন, সানা এইসব বিষয়ের জন্য এখনও অনেক ছোটো ৷ তাকে এইসব বিষয়ে না জড়ানোর জন্যও আবেদন করেন সৌরভ ৷ পাশাপাশি নেটে ছড়িয়ে যাওয়া একাধিক ভুল খবর থেকেও তিনি সাবধান করেন মানুষকে ৷

ABOUT THE AUTHOR

...view details