কলকাতা, 15 নভেম্বর : ক্রীড়াপ্রিয় মানুষ ছিলেন । চলচ্চিত্র জগতের মানুষ হয়েও ক্রিকেটের অসম্ভব ভক্ত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় । রবিবার টুইটারে শোকপ্রকাশ করেছেন তিনি ।
টুইটারে সৌমিত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৌরভ । ছবিতে সদ্য প্রয়াত বর্ষীয়ান অভিনেতার সঙ্গে হাসিমুখে হাত মেলাচ্ছেন বর্তমান BCCI প্রেসিডেন্ট । ক্যাপশনে সৌরভ লিখেছেন, "আপনি আমাদের অনেক কিছু দিয়েছেন । এবার শান্তিতে থাকুন ।"
আজ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় । বয়স হয়েছিল 85 । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আজ বেলা 12টা 15 মিনিটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে । কোরোনায় আক্রান্ত হওয়ার পর 6 অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভরতি করা হয় । 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । নভেম্বরের শুরুতে অবস্থার কিছুটা উন্নতি হয় । যদিও শেষরক্ষা হল না । দীপাবলির পরদিনই মৃত্যু হল এই প্রবাদপ্রতিম অভিনেতার ।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সোশাল মিডিয়া ভরে উঠেছে শোকবার্তায় । প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে চলচ্চিত্র ও ক্রীড়া জগতের মানুষরা শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে ।