দিল্লি, ২২ জুলাই : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ কি বাড়বে ? নাকি লোধা কমিটির সুপারিশ মেনে তাঁকে দায়িত্ব ছাড়তে হবে । এই নিয়ে এক আবেদনের শুনানি আজ হবে সুপ্রিম কোর্টে । একইসঙ্গে সচিব পদে জয় শাহের মেয়াদ নিয়েও শুনানি রয়েছে ।
বোর্ড প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ বাড়ছে ? আজ শুনানি সুপ্রিম কোর্টে - সুপ্রিম কোর্ট
BCCI-এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব পদে জয় শাহের মেয়াদ বৃদ্ধি নিয়ে আবেদনের আজ শুনানি হবে সুপ্রিম কোর্টে ।
যদিও মেয়াদ নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের আগে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন সৌরভ । কারণ IPL স্পট ফিক্সিং মামলার আবেদনকারী আদিত্য বর্মা জানিয়েছেন, সৌরভের মেয়াদ বৃদ্ধিতে তাঁর আপত্তি নেই । তাঁর আইনজীবীরা এই নিয়ে বিরোধিতা করবেন না । বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা বলেছেন, "আমি সবসময় বলে এসেছি যে BCCI-এর সর্বোচ্চ পদে থাকার জন্য সৌরভই সেরা ব্যক্তি । বোর্ডকে ঠিক জায়গায় আনার জন্য দাদা ও জয় শাহ পুরো সময় পাবে বলেই আমার বিশ্বাস । সৌরভ সভাপতির পদে থাকলে আমার বা বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের এতে কোনও আপত্তি নেই ।"
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা ও বোর্ড মিলিয়ে টানা ছয়বছরের বেশি কেউ পদে থাকতে পারবে না । বাধ্যতামূলকভাবে তিন বছরের কুলিং অফ পিরিয়ডে যেতে হবে । সেদিক থেকে ধরা হলে বোর্ডের সভাপতি পদে সৌরভের মেয়াদ আর মাত্র এক সপ্তাহ । আর জয় শাহের মেয়াদ আগেই ফুরিয়েছে । কিন্তু ভারতীয় বোর্ড চাইছে পদে থাকুক সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ ।