পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধোনিকে কার্তিকের আগে না পাঠানো বিগ ব্লান্ডার : সৌরভ - মহেন্দ্র সিং ধোনি

বিশ্বকাপ অভিযান শেষ ভারতের । কোহলি ও শাস্ত্রীর ক্রিকেটিয় পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গাঙ্গুলি ।

সৌরভ গাঙ্গুলি

By

Published : Jul 10, 2019, 11:01 PM IST

Updated : Jul 10, 2019, 11:50 PM IST

ম্যানচেস্টার, 10 জুলাই : 45 মিনিটের খারাপ ক্রিকেটে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল ভারতের । মন্তব্য করেছেন খোদ বিরাট কোহলি । কঠিন সময়ে নিউজ়িল্যান্ডের আগ্রাসী ক্রিকেট কাজটা কঠিন করে দিয়েছিল বলেও মনে করছেন তিনি । যদিও তাঁর অধিনায়কত্বই সমালোচনার মুখে । প্রশ্ন উঠছে, কেন ধোনিকে আগে না পাঠিয়ে কার্তিককে পাঠানো হল ।

এই সংক্রান্ত আরও খবর : ফিনিশার ধোনি ফিনিশড ?

অধিনায়ক কোহলি পরাজয়ের সাফাই দিলেও ভারতীয় থিঙ্কট্যাঙ্কের কড়া সমালোচনা করেন সৌরভ । সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে 18 রানে হেরে টিম ইন্ডিয়ার কাপ অভিযান শেষ । 240 রানের লক্ষ্যমাত্রা পার করতে নেমে মেন ইন ব্লু শেষ 221 রানে । টপ অর্ডার ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের মধ্যে উজ্জ্বল রবীন্দ্র জাদেজার77 ও মহেন্দ্র সিং ধোনির 50 । ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার 32 রানের ইনিংস বিপর্যয়ের মধ্যে একটা মরিয়া চেষ্টা মাত্র। বিশ্বকাপের দল গড়ার পরেই ক্রিকেটার বাছার প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার নিয়ে প্রাক্তনরা সরব হয়েছেন। সৌরভ বলছেন, "মহেন্দ্র সিং ধোনিকে আরও উপরের দিকে পাঠানো উচিত ছিল। কার্তিককে পাঁচ নম্বরে না পাঠিয়ে ধোনিকে ওই জায়গায় পাঠালেই ভালো হত । ধোনি ক্রিজে থাকলে ওইসময় ঋষভকে ওই শটটা খেলতে দিত না । আরও পরের দিকে হার্দিক পান্ডিয়া থাকত । জাদেজার সঙ্গে ইনিংসটা শেষ করার সুযোগ পেত ধোনি ।”

ছয় মারার চেষ্টায় ধোনি

ধারাভাষ্য দিতে সৌরভ এখন ইংল্যান্ডেই রয়েছেন । সহজ টার্গেট হাতছাড়া করে ফাইনালে যেতে ব্যর্থ ভারত । প্রাক্তনীরা ভারতীয় ব্যাটিং লাইন আপ সাজানো নিয়ে থিঙ্কট্যাঙ্ককে কাঠগড়ায় তুলেছেন । বিশেষ করে কোচ রবি শাস্ত্রীর ক্রিকেটীয় বুদ্ধি নিয়ে প্রশ্ন উঠছে । সৌরভ বলেছেন, “আমি জানি না কোচ কী ভেবেছিল । তবে ধোনিকে উপরের দিকে না পাঠানো বিগ ব্লান্ডার ।”

Last Updated : Jul 10, 2019, 11:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details