পশ্চিমবঙ্গ

west bengal

10 হাজার আমফান বিধ্বস্তের পাশে মহারাজ

By

Published : Jun 13, 2020, 12:05 PM IST

একটি মোবাইল সংস্থার সঙ্গে হাত মিলিয়ে আমফান বিধ্বস্তদের পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ৷ টুইটারে সেই ছবি শেয়ার করেছেন BCCI প্রেসিডেন্ট ৷

10 হাজার আমফান বিধ্বস্তদের পাশে মহারাজ
10 হাজার আমফান বিধ্বস্তদের পাশে মহারাজ

কলকাতা, 13 জুন : কোরোনা সংকটে মানুষের পাশে ছিলেন ৷ এখনও আছেন ৷ এবার আমফান বিধ্বস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়া 10 হাজার মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন মহারাজ ৷

গতমাসে বাংলার উপর দিয়ে বয়ে গেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ৷ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত শহর কলকাতা-সহ দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা ৷ হাজার হাজার গাছ পড়েছে ৷ গৃহহীন হয়েছে প্রচুর মানুষ ৷ কোরোনা আর আমফান-এই দুইয়ের প্রভাবে বহু মানুষের দুবেলা অন্ন সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে ৷ সেইসব অসহায় মানুষগুলি পাশে দাঁড়াল সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ৷ একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা-সহ জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ৷ সামাজিক দূরত্ব মেনে লাইন দিয়ে সেই ত্রাণ সংগ্রহ করেছে মানুষ ৷

নিজের টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান ৷ টুইটে তিনি লেখেন,"কিছু কিছু ইনিংস সত্যিই পরীক্ষা নেয় ৷ এর থেকে বেরিয়ে আসতে কঠিন লড়াই চালাতে হয় ৷ ভয়ংকর ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিল বাংলা ৷ এই ঝড়ের ধ্বংসাত্মক রূপ আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে ৷ এই কঠিন সময়ে একটি মোবাইল সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে ফাউন্ডেশন 10 হাজার আমফান বিধ্বস্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়াল আমার ফাউন্ডেশন ৷"

ABOUT THE AUTHOR

...view details