কলকাতা, 21 মে : বয়ে গেছে সাইক্লোন আমফান ৷ আর তার জেরে লন্ডভন্ড কলকাতা ৷ শহরের একাধিক জায়গায় ভেঙে পড়ে গাছ ৷ তেমনই একটি গাছ ভেঙে পড়ে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ৷ সকালে বাড়ির ছাদ থেকে সেই গাছ সরাতে হাত লাগালেন তিনি ৷
আমফানের দাপটে বাড়ির ছাদে ভেঙে পড়া আমগাছ সরালেন সৌরভ - সাইক্লোন আমফান
আমফানের দাপটে একটি আমগাছ ভেঙে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ৷ সকালে সেই গাছ সরাতে নিজেই হাত লাগান তিনি ৷
আমগাছ সরালেন সৌরভ
ছাদ থেকে গাছ সরানোর ছবি নিজেই টুইট করেন সৌরভ ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘বাড়ির উপরে পড়া আমগাছটা সরানো দরকার ছিল ৷ এবং পুনরায় তাকে নিজের জায়গায় ফেরানো দরকার ছিল ৷ আমার নিজের শক্তিই যথেষ্ট ৷’’
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যে আমফানের দাপটে 72 জনের মৃত্যু হয়েছে ৷ এছাড়াও কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার অবস্থা খুবই খারাপ । কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও জল জমে থাকতে দেখা যায় ৷