কলকাতা, 4 এপ্রিল: বেলুড় মঠে গিয়ে চাল দান করেছিলেন আগেই । এবার লকডাউনে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ইসকনে পৌঁছে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার বেলা বারোটা নাগাদ কলকাতার ইসকনের সদর দপ্তরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট । সেখানে প্রতিদিন দশ হাজার মানুষের খাবারের দায়িত্ব নেওয়ার কথা জানালেন তিনি । সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের তরফে ইসকনের সহযোগিতায় এই কাজ চলবে ।
আগে কখনও এভাবে কলকাতাকে দেখেননি, আর দেখতেও চান না সৌরভ । মারণ ভাইরাসে যখন গোটা দেশ আতঙ্কে তখন নিজের শহর মানুষদের পাশে দাঁড়াতে সর্বদা তৎপর তিনি । ব্যক্তিগত উদ্যোগে যতটা পারছেন গরিব মানুষের সাহায্য করার চেষ্টা করছেন । এখন ক্রিকেট নিয়ে একটিও শব্দ ব্যয় করতে নারাজ সৌরভ বলছেন, সবার আগে জীবন, তারপর সবকিছু । শনিবার সকালে শহরে ইসকনের সদর দফতরে পৌঁছে যান BCCI প্রেসিডেন্ট । ইসকনের মাধ্যমে প্রতিদিন 10 হাজার গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা জানান তিনি । এদিন ইসকনে চাল দিয়ে এসেছেন সৌরভ । পরে টুইটে সেকথা জানিয়ে বোর্ড প্রেসিডেন্ট লেখেন, "খুব কঠিন সময় । SGF (সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন)এর তরফে সমাজের প্রতি একটি ছোট্ট পদক্ষেপ ।" পরে ইসকনের তরফেও টুইটে সৌরভকে ধন্যবাদ জানানো হয় ।
বেলুড়ের পর ইসকন, প্রতিদিন 10 হাজার মানুষকে অন্ন দেবেন সৌরভ - Sourav ganguly extand helping hand to iskon
ইসকনের মাধ্যমে প্রতিদিন 10 হাজার গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
sourav ganguly
তিনি নিজে অবশ্য বিষয়টি নিয়ে বাড়তি নজর টানার পক্ষে নন । প্রাক্তন অধিনায়ক গত 25 বছর ধরে এই ধরনের সামাজিক কাজ করে আসছেন । সেটা মনের টানেই ।