কলকাতা, 22 অগাস্ট: 2020 সালে সব কিছু ওলটপালট হয়ে গেছে ৷ নির্ধারিত সময়ে হয়নি IPL ৷ শুরু করা যায়নি ঘরোয়া মরশুম ৷ স্থগিত একাধিক সিরিজ় ৷ কিন্তু 2021 সালে সবকিছুই চলবে পূর্ব নির্ধারিত মতো ৷ জানিয়ে দিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ICC-র ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী 2021-এর ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছে ইংল্যান্ড ৷ তারপরই এপ্রিলে শুরু হয়ে যাবে দেশের বার্ষিক ক্রিকেট উৎসব IPL ৷ নিশ্চিত করেছেন সৌরভ ৷
দেশের সবকটি রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি ও সচিবকে পাঠানো চিঠিতে সৌরভ জানিয়েছেন, "চলতি বছরের ডিসেম্বরে ভারতের সিনিয়র মেনস টিম অস্ট্রেলিয়া সফরে যাবে ৷ এরপর দেশে ফিরে এসে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খেলবে ৷ তারপর এপ্রিল থেকে শুরু হবে IPL ৷ সিনিয়র মহিলা টিম ও ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা চলছে ৷ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ৷"