পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

''ভিতরের ব্যাপারটা মানুষ দেখে না,'' বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য সৌরভের - সৌরভ গাঙ্গুলি

বিরাটের সঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভের সম্পর্কের রসায়ন কেমন ?

ভিতরের ব্যাপারটা মানুষ দেখে না, বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে মন্তব্য সৌরভের

By

Published : Oct 26, 2019, 8:03 AM IST

দিল্লি, 26 অক্টোবর : BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবার বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ৷ বললেন, তাঁদের মধ্যে সম্পর্কটা মসৃণ হলে তা ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে ৷ বুধবারই সর্বসম্মতিক্রমে BCCI প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেম মহারাজ ৷ প্রায় 65 বছর পর কোনও ক্রিকেটার পূর্ণাঙ্গ দায়িত্ব নিলেন প্রেসিডেন্ট হিসেবে ৷

কোহলিকে ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি ৷ সৌরভের কথায়, ''আমরা ওঁর কথা শুনব৷ এটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ৷ মতামত প্রকাশের জায়গাও থাকবে৷ ও যেভাবে চাইবে সেভাবে ওঁকে সাহায্য করা হবে ৷''

বিরাটের সঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভের সম্পর্কের রসায়ন নিয়ে তাঁর মন্তব্য, ''চমৎকার একটা জায়গা তৈরি হয়েছে ৷ কিন্তু মানুষ এটা দেখে না যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে ৷''

ABOUT THE AUTHOR

...view details