কলকাতা, 14 নভেম্বর : রাত দেড়টায় শহরে পৌঁছেও বিকেলে ইডেনে উপস্থিত সৌরভ গঙ্গোপাধ্য়ায় । মাঝের সময়ে কলকাতার মহারাজ হোটেলে গিয়ে অতিথি অভ্যাগতদের থাকার ব্যবস্থার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন । তবে CAB-তে পা দিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছুটলেন বাইশ গজ দেখতে ।
ইডেনে দিন ও রাতের ম্যাচের প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ
ইডেনের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ পিচ নিয়ে আলোচনা করলেন কিউরেটর সুজন মুখার্জির সঙ্গেও ৷ ঐতিহাসিক ম্যাচে কোনওরকম খামতি রাখতে চায় না CAB ৷
কিউরেটর সুজন মুখোপাধ্য়ায়ের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা সেরে পিচ পরীক্ষা করলেন । আপাত ভাবে বাইশগজ নিয়ে সৌরভের মত, "ভালো উইকেট" ৷ একই সঙ্গে কিউরেটরের উপর পিচ কেমন হবে নির্ভর করবে বলেন তিনি ৷ তবে কোনও সন্দেহ নেই বাংলাদেশ দলকে নৈশালোকে গোলাপি বলের টেস্ট ম্যাচে সবুজ উইকেটে স্বাগত জানানো হবে । গত কয়েক বছর ধরে ইডেনে পিচের চরিত্র বদল হয়েছে । বারমুডা ঘাসে ঢাকা উইকেট । যা শেষ মুহূর্তে তুলে ফেলা সম্ভব নয় । ঘাস কাটা হতে পারে মাত্র । যাতে উইকেটের গতিশীল চরিত্রের বদল হওয়ার সম্ভাবনা কম । গোলাপি বলে খেলা, যা নিয়ে বিশেষজ্ঞদের নানা মত । বলের চরিত্র কেমন হবে, বিশেষ করে কোকাবুরা বলের বদলে SG বল পাঁচদিনের খেলায় কী ভূমিকা নেয় তা নিয়ে সন্দিহান সকলে । যদিও SG বল কোকাবুরা বলের সিমের মধ্য়ে তারতম্য রয়েছে । যা ইঙ্গিত দেয় স্পিনাররাও সাহায্য পাবেন ।
22 নভেম্বর থেকে 26 নভেম্বর ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচ । শুক্রবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে । ইডেনজুড়ে এখন সাজো সাজো রব । নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে সব কিছু । ইনডোর স্টেডিয়াম নতুন পরিকাঠামোয় গড়ে তোলা হচ্ছে । যার উদ্বোধন হবে টেস্ট ম্যাচের আগে ।