পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে ঋষভকে মিস করবে ভারত, বলছেন সৌরভ - world cup

দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা সৌরভের মত, বিশ্বকাপে ঋষভের অভাব অনুভব করবে ভারত । প্রসঙ্গত সদ্য শেষ হওয়া IPL-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম ঋষভ পন্থ । আর তাই দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ।

সৌরভ

By

Published : May 14, 2019, 9:30 AM IST

কলকাতা, ১৪ মে : চোট সারিয়ে কেদার যাদব বিশ্বকাপে খেলতে যাক । চাইছেন সৌরভ গাঙ্গুলি । তবে বিশ্বকাপে ঋষভের অভাব ভারতীয় দল অনুভব করবে বলে মন্তব্য করেন তিনি ।

গতকাল টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে বসেন প্রশাসক সৌরভ । প্রচণ্ড গরমে কী ভাবে ক্রিকেটারদের স্বার্থরক্ষা করে খেলা চালানো যায় তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেন । বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচগুলি সকাল আটটায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামী মরশুমে পিচ তৈরির মাটি অনেক আগে থেকে তুলে রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে এই বৈঠকে।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সৌরভ শেয়ার করলেন দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে ডাগআউটে বসার অভিজ্ঞতার কথা। তবে দিল্লির পারফরমেন্স খুশি করলেও পোডিয়াম ফিনিশ না করতে পারার কাঁটা খচখচ করছে । জানালেন, নতুন মরশুম নিয়ে এখনই ভাবতে নারাজ । বলেন, "এই তো সবে সিজ়ন শেষ হল । এখনই এই সব নিয়ে ভাবতে চাই না । পরে ঠিক সময় নিয়ে দলের দুর্বলতা দূর করার কথা ভাবা যাবে ।"

IPL ফাইনাল দেখেছেন । উপভোগ করেছেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের নেইল বাইটিং ফিনিশ । সৌরভ বলেন, "IPL-এর সেরা দুই অধিনায়ক খেতাব যুদ্ধে মুখোমুখি হয়েছিল । অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্ব ভালো লেগেছে । শেষ ওভারে মালিঙ্গাকে বল করানোর সিদ্ধান্তটা ভাল ছিল।"

সদ্য শেষ হওয়া IPL-এ দিল্লি ক্যাপিটালসের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম ঋষভ পন্থ । দিল্লির তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে বিশ্বকাপের দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে । চোট পাওয়া কেদারের জায়গায় তিনি দলে স্থান পেতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে । অবশ্য চোট পাওয়া কেদার যাদব ছিটকে যান আর ঋষভ তাঁর স্থলাভিষিক্ত হন, তা চান না সৌরভ। কেদারের সুস্থতা ও সাফল্য কামনা করে সৌরভ বলেন, "একটা প্লেয়ার দলে সুযোগ পেয়েছে । চোটের জন্য ছিটকে যাবে না ফিট হয়ে ফিরবে বলা মুশকিল । আশা করি কেদার সুস্থ হয়ে উঠুক । তবে ঋষভকে ভারত মিস করবে । কার জায়গায় তা বলতে পারব না । কিন্তু ভারত তাঁকে মিস করবে ।"

ABOUT THE AUTHOR

...view details