পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিল সাইমনকে সরানো হচ্ছে না, জানাল ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড - ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের সদস্য কন্ডে রিলে কোচের পদ থেকে সাইমনকে অপসারণের দাবি তোলেন ।

west indies cricket coach phill simon
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কোচ

By

Published : Jul 2, 2020, 3:42 PM IST

Updated : Jul 3, 2020, 7:55 AM IST

সেন্ট জনস, 2 জুলাই : ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট কোচ ফিল সাইমনসকে কোচের পদ থেকে সরানোর কোনও প্রশ্ন নেই । তাঁর সমর্থনে মুখ খুললেন সে দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট । এই প্রসঙ্গে স্কেরিট বলেন, “সাইমন বোর্ডের কাছে অনুমতি নিয়ে ব্রিটেনে গেছেন ।” ওয়েস্ট ইন্ডিজ়ের বার্বাডোজ় ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কন্ডে রিলে সম্প্রতি অভিযোগ করেন, “সাইমন তাঁঁর শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেন যাচ্ছেন । ব্রিটেনে গিয়ে সাইমন ঝুঁকিপূর্ণ কাজ করেছেন । তাই তাঁঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত ।” আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ় । বর্তমানে ইংল্যান্ডে রয়েছে ক্যারিবিয়ান দল ।

8 জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ় । তার আগে সাইমন ব্রিটেনে কেন গেছেন তা নিয়ে প্রশ্ন করেন রিলে । ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের প্রধান স্কেরিট এই প্রসঙ্গে বলেন, “সাইমন বোর্ডের অনুমতি নিয়ে তার শ্বশুরের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন । তিনি কোনওরকম ঝুঁকিপূর্ণ কাজ করছেন না । আমি ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট সমর্থকদের এই বিষয়ে আশ্বস্ত করছি । যাই হোক না কেন সাইমনের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না । ন'মাস আগে তাঁঁকে কঠিন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় । ওয়েস্ট ইন্ডিজ়ের কোচের পদে সাইমনের থেকে ভালো আর কেউ ছিলেন না ।”

ওল্ড ট্র‍্যাফোর্ডের হোটেলে সেলফ আইসোলেশনে ছিলেন সাইমন । সাউদাম্পটনে 8 জুলাই থেকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে । তার আগে বোর্ডের অনুমতি নিয়ে ব্রিটেনে গেছেন সাইমন । এ বিষয়ে তিনি বলেন, “আমার পরিবারের জন্য এটা খুব কঠিন সময় । আমার স্ত্রী তাঁঁর বাবার খুব কাছের ছিলেন । তাই তাঁর মৃত্যুতে আমার স্ত্রী ভেঙে পড়েছেন । শেষকৃত্য অনুষ্ঠানে না যাওয়ার কোনও প্রশ্ন নেই ।” তিনি আরও বলেন, “আমার স্ত্রী, মেয়ে ও ছেলের আমাকে প্রয়োজন । পরিবার আমার কাছে সব থেকে আগে । তবে এই ঘটনা আমাকে বিচলিত করেনি । আমাদের এখন লক্ষ্য টেস্ট সিরিজ় ।”

Last Updated : Jul 3, 2020, 7:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details