পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ধুঁয়াধার ব্যাটিং, সচিন কন্যার সঙ্গে প্রেম ! শিরোনামে KKR - এর তরুণ তুর্কি শুভমন - সারা শুভমন খবর

ভারতীয় দলের এই ভবিষ্যত তারকাই নাকি সচিনের সুন্দরী কন্যার হৃদয় জয় করেছেন ।

U
U

By

Published : Sep 27, 2020, 4:02 PM IST

আবু ধাবি, 27 সেপ্টেম্বর : আবু ধাবির স্লো পিচে তাঁর ব্যাট চলেছে চাবুকের মত । চার, ছয়ের বন্যা ছুটিয়েছেন । পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স কে এই মরশুমের প্রথম জয় এনে দিয়েছেন পঞ্জাবের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল । রশিদ খান, ভুবনেশ্বর কুমার দের মত বিশ্বমানের বোলারদের সামনে ভয়ডরবিহীন ব্যাট করে প্রশংসা আদায় করে নিয়েছেন । IPL শুরু হওয়া ইস্তক খবরের শিরোনামে গিল । তা শুধু তাঁর পাওয়ার হিটিং ক্ষমতার জন্য নয়, বরং কিছুটা ব্যক্তিগত কারণে ।

শোনা যাচ্ছে সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেম করছেন শুভমন । ক্রিকেট মহলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর । ভারতীয় দলের এই ভবিষ্যত তারকাই নাকি সচিনের সুন্দরী কন্যার হৃদয় জয় করেছেন । অবশ্য এই কানাঘুষোর পিছনে দায়ি সারা - শুভমন দুজনেই । ইনস্টাগ্রামে একই ক্যাপশন দিয়ে নিজেদের ছবি পোস্ট করেন দুজনেই । সেই থেকে গুঞ্জন ছিল । সম্প্রতি IPL - এ মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ম্যাচের একটি ক্লিপ ইনস্টা স্টোরিতে দেন সারা । ক্লিপটি তে দেখা যাচ্ছে মুম্বই ব্যাটসম্যানের শট আটকাতে ঝাঁপাচ্ছেন শুভমন । পোস্টে হার্ট ইমোজি ও দিয়েছেন সারা । KKR ব্যাটসম্যানকে নিয়ে সারার বিশেষ পোস্টে দুজনের মধ্যে সম্পর্কের কথা অনুমান করছে নেটিজেনরা ।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 70 রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন শুভমন । তার পর থেকেই দেশ বিদেশের তাবড় ক্রিকেট ব্যক্তিত্ব দের বাহবা পাচ্ছেন তিনি । বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান এই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন । কেউ কেউ আবার তার ব্যাটিং স্টাইলে যুবরাজ সিং এর ছায়া দেখেন । অনেকে শুভমনকে ভারতীয় দলের ভবিষ্যত অধিনায়ক বলছেন । নেটিজেনদের মতে, ভারতীয় দলের ভবিষ্যত সুরক্ষিত হাতেই রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details