পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

"ধোনি, কোহলি, রোহিতদের দেখে অধিনায়ক হিসেবে উন্নতি করেছি" - vizag

IPL-এ সব থেকে তরুণ অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়ে শ্রেয়স জানান, টসের সময় ধোনি, কোহলি ও রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন ।

শ্রেয়স

By

Published : May 11, 2019, 9:31 AM IST

বিশাখাপটনম, 11 মে : শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে এবারই প্রথম প্লে অফের কোনও ম্যাচে জয় পায় দিল্লি। তবে গতকাল কোয়ালিফায়ার 2-তে চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা । তা সত্ত্বেও গত মরশুমগুলোর তুলনায় দিল্লির এটাই সেরা পারফরম্যান্স । IPL-এ সব থেকে তরুণ অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়ে শ্রেয়স জানান, টসের সময় ধোনি, কোহলি ও রোহিত শর্মাদের পাশে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন ।

তিনি বলেন, "এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাদের নেতৃত্বাধীন দলগুলোকে দেখে ও টসের সময় তাঁদের পাশে দাঁড়াতে পেরে আমি খুব ভাগ্যবান । তাঁদেরকে নেতৃত্ব দিতে দেখে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে ।"

হারের কারণ দর্শাতে গিয়ে তিনি বলেন, "আমরা যতটা আশা করেছিলাম তত রান করতে পারিনি । আমরা পাওয়ার প্লেতে নিরাশাজনক ভাবে শুরু করেছিলাম । আমরা জানতাম যে ওদের কাছে ভালো স্পিনার রয়েছে । এই কারণে পরের দিকে রান করা আরও কঠিন হয়ে পড়ে । এই পিচে আগে খেলার অভিজ্ঞতা থাকলেও তা কাজে লাগাতে পারিনি । কোনও ব্যাটসম্যানই দায়িত্ব নেননি ।"

এদিকে এই মরশুমে অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা সম্পর্কে শ্রেয়স বলেন, "অধিনায়ক হিসেবে আমি মালিক আর ম্যানেজমেন্টের সমর্থন পেয়ে খুশি । অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চাপও ছিল । নিজের দলের উপর আমার গর্ব হচ্ছে । আমরা এতদূর আসার জন্য ভালো খেলেছি । এই মরশুম আমাদের জন্য একটা স্বপ্নের মতো ছিল ।"

ABOUT THE AUTHOR

...view details