পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শ্রেয়সের শতরান, ৪ নম্বরের শূন্যস্থান মেটাচ্ছে ভারত - india vs newzeland

শ্রেয়স আইয়ারের শতরান । সাময়িক ধাক্কা কাটিয়ে হ্যামিলটনে ঘুরে দাঁড়াল ভারত ।

image
শ্রেয়স আইয়ার

By

Published : Feb 5, 2020, 11:56 AM IST

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই মাথাব্যাথার কারণ ছিল চার নম্বরে কে নামবে তা নিয়ে । অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে । কয়েকজনকে তৈরি করার চেষ্টাও করা হয়েছে । কিন্তু কাঙ্খিত ফল মেলেনি । এবার বোধহয় সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে শ্রেয়স আইয়ারের হাত ধরে । কারণ হ্যামিলটনে তাঁর ব্যাটিংয়েই ঘুরে দাঁড়াল ভারত ।

হ্যামিলটনে কেরিয়ারের প্রথম শতরান । তাও এমন সময় এল যখন দলের তাঁকে সবথেকে বেশি দরকার ছিল । প্রথমে অধিনায়ক বিরাটকে যোগ্য সঙ্গত দিলেন । পরে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংস গড়ার কাজে মন দিলেন তিনি । দুরন্ত ব্যাটিংয়ে শুধু শতরানই করলেন না, দলকে শক্ত ভিতের উপরও দাঁড় করিয়ে দিলেন ।

অর্ধশতরান করেন লোকেশ রাহুলও । মিডল অর্ডারে দলের যে ভারসাম্যের অভাব হচ্ছিল অধিনায়ক কোহলি তার সহজ সমাধান বের করে ফেলছেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ । লোকেশ রাহুলকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলানোয় দলের ভারসাম্যও ঠিক থাকল আর তিনি উইকেট কিপিং করায় একজন অতিরিক্ত ব্যাটসম্যানও খেলাতে পারছে দল ।

ABOUT THE AUTHOR

...view details