দুবাই, 4 মার্চ: অস্ট্রেলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন 2020-এর বিশ্বকাপ মঞ্চ ৷ ষোড়শী শেফালি ভার্মার দুরন্ত ছন্দ ভারতকে সেমিফাইনালের টিকিট পাইয়ে দিয়েছে ৷ জাতীয় ক্রিকেটে আবির্ভাবের সময় থেকে শিরোনামে থাকা শেফালির মুকুটে এবার নতুন পালক ৷ ICC টি-20 ব্যাটসম্যানদের ক্রমতালিকায় বাকিদের ছাপিয়ে পয়লা নম্বরে উঠে এলেন শেফালি৷ কুড়ি বিশের ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন ভারতের এই ব্যাটিং সেনসেশন ৷
16 বছরের শেফালি পিছনে ফেলে দিয়েছেন নিউজ়িল্যান্ডের সুজ়ি বেটসকে ৷ 2018 সালের অক্টোবর থেকে টি-20 ফরম্যাটে একনম্বর স্থান ধরে রেখেছিলেন সুজ়ি ৷ অস্ট্রেলিয়ায় চলতি বিশ্বকাপে ভালো পারফরমেন্সের দরুণ ক্রমতালিকায় বড়সড় লাফ দিয়েছেন হরিয়ানার শেফালি ৷ 19 ধাপ এগিয়ে র্যাঙ্কিয়ের মগডালে উঠেছেন তিনি ৷ মিতালি রাজের পর শেফালি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ICC র্যাঙ্কিংয়ের পয়লা নম্বর জায়গা দখল করেছেন ৷