পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং, টি-20 ফরম্যাটে একনম্বর ব্যাটসম্যান ষোড়শী শেফালি

16 বছরের শেফালি পিছনে ফেলে দিয়েছেন নিউজ়িল্যান্ডের সুজ়ি বেটসকে ৷ 2018 সালের অক্টোবর থেকে টি-20 ফরম্যাটে একনম্বর স্থান ধরে রেখেছিলেন সুজ়ি ৷ অস্ট্রেলিয়ায় চলতি বিশ্বকাপে ভাল পারফরমেন্সের দরুণ ক্রমতালিকায় বড়সড় লাফ দিয়েছেন হরিয়ানার শেফালি ৷

shephali verma
শেফালি

By

Published : Mar 4, 2020, 2:40 PM IST

দুবাই, 4 মার্চ: অস্ট্রেলিয়ায় দাপিয়ে বেড়াচ্ছেন 2020-এর বিশ্বকাপ মঞ্চ ৷ ষোড়শী শেফালি ভার্মার দুরন্ত ছন্দ ভারতকে সেমিফাইনালের টিকিট পাইয়ে দিয়েছে ৷ জাতীয় ক্রিকেটে আবির্ভাবের সময় থেকে শিরোনামে থাকা শেফালির মুকুটে এবার নতুন পালক ৷ ICC টি-20 ব্যাটসম্যানদের ক্রমতালিকায় বাকিদের ছাপিয়ে পয়লা নম্বরে উঠে এলেন শেফালি৷ কুড়ি বিশের ফরম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান এখন ভারতের এই ব্যাটিং সেনসেশন ৷

16 বছরের শেফালি পিছনে ফেলে দিয়েছেন নিউজ়িল্যান্ডের সুজ়ি বেটসকে ৷ 2018 সালের অক্টোবর থেকে টি-20 ফরম্যাটে একনম্বর স্থান ধরে রেখেছিলেন সুজ়ি ৷ অস্ট্রেলিয়ায় চলতি বিশ্বকাপে ভালো পারফরমেন্সের দরুণ ক্রমতালিকায় বড়সড় লাফ দিয়েছেন হরিয়ানার শেফালি ৷ 19 ধাপ এগিয়ে র‌্যাঙ্কিয়ের মগডালে উঠেছেন তিনি ৷ মিতালি রাজের পর শেফালি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি ICC র‌্যাঙ্কিংয়ের পয়লা নম্বর জায়গা দখল করেছেন ৷

ICC টি-20 ব্যাটসম্যানদের ক্রমতালিকা

বয়স মাত্র 16 ৷ এই বয়সে দুরু-দুরু বুকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসে ছেলেমেয়েরা ৷ মায়ের আঁচল ছেড়ে বাইরের জগতে পা রাখা শুরু তখনই ৷ কিন্তু হরিয়ানার মেয়ে শেফালি ভার্মার ক্ষেত্রে সেসব খাটে না ৷ জাতীয় দলে পা রেখেছেন অল্প কয়েকদিন হল ৷ ক্রিকেট বিশ্বে আবির্ভাব লগ্ন থেকেই প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন শেফালি ৷

সিনেমার গল্পকেও হার মানায় হরিয়ানার রোহতকের শেফালির উত্থানের কাহিনী ৷ চুল ছেঁটে, ছেলের ছদ্মবেশে হরিয়ানার ক্রিকেট অ্যাকাডেমিতে ভরতি হয়েছিলেন ৷ শেফালি যে মেয়ে তা ঘূণাক্ষরেও টের পাননি কেউ ৷ সেই সংগ্রামের দাম পাচ্ছেন শেফালি ৷ দেশের এই ব্যাটিং সেনসেশনের মধ্যে আগামী দিনের তারকা হয়ে ওঠার সবরকম সম্ভাবনা রয়েছে, মত বিশেষজ্ঞদের ৷

ABOUT THE AUTHOR

...view details