কলম্বো, 25 মে : সংবাদ শিরোনামে শ্রীলঙ্কান ক্রিকেটার শেহান মধুশনকা ৷ তবে কোনও ক্রিকেটিও কারণে নয় ৷ বরং সম্পূর্ণ অন্যকারণে ৷ বেআইনি ড্রাগ রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার পুলিশ ৷
পুলিশের এক আধিকারিক জানান, মধুশনকার থেকে 2 গ্রাম হেরোইন মিলেছে ৷পান্নালা শহরে গাড়ি নিয়ে যাওয়ার সময় তাঁকে আটকায় পুলিশ ৷ দেশজুড়ে লকডাউনেও অন্য এক ব্যক্তিকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মধুশনকা ৷ তারপরই তাঁর কাছ থেকে ওই ড্রাগ পাওয়া যায় ৷