পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আউটডোর ট্রেনিং শুরু শার্দুল ঠাকুরের - লকডাউন

ইংল্যান্ড ক্রিকেটাররা ট্রেনিং শুরু করেছিলেন আগেই, এবার ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুরও আউটডোর ট্রেনিং শুরু করলেন ৷ কোরোনা ভাইরাসের জেরে লকডাউনের জন্য দুই মাস ট্রেনিং বন্ধ ছিল ৷

image
শার্দুল ঠাকুর

By

Published : May 23, 2020, 9:58 PM IST

মুম্বই, 23 মে : কোরোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন বন্ধ ক্রিকেট ৷ চতুর্থ দফার লকডাউনে ছাড় দেওয়া সহ স্পোর্টসকে ৷ যদিও এখনও পর্যন্ত শুরু হয়নি কোনও খেলা ৷ তবে প্রথম ভারতীয় হিসেবে ঘরের বাইরে অনুশীলন শুরু করলেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর ৷

মহারাষ্ট্র সরকার গ্রিন ও অরেঞ্জ জ়োনে ব্যক্তিগত ট্রেনিং করার জন্য স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে ৷ আর এদিন শার্দুলকে দেখা গেল মহারাষ্ট্রের পালঘর জেলার বইসারে একটি ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় কয়েকজন ঘরোয়া ক্রিকেটারের সঙ্গে অনুশীলন শুরু করলেন ৷ সংবাদ সংস্থা PTI -কে দেওয়া সাক্ষাৎকারে শার্দুল বলেন, ‘‘ হ্যাঁ, আমি ট্রেনিং শুরু করেছি ৷ দুই মাস পর ট্রেনিং শুরু করা সত্যি দারুণ ব্যাপার ৷ ’’ তবে নিরাপত্তা গাইডলাইন মেনেই ট্রেনিং শুরু করেছেন শার্দুল ৷ এমনকী নিজের নির্দিষ্ট করা জীবাণুনাশক করা বল নিয়েই ট্রেনিং করেন তিনি ৷

25 মার্চ থেকে দেশজুড়ে সমস্ত খেলা বন্ধ আছে ৷ কোরোনা সংক্রমণের হার কমাতে প্রথম দফার লকডাউনেই খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ চতুর্থ দফার লকডাউন ঘোষণার পর ভারত অধিনায়ককে দেখা যায় ঘরের মধ্যেই অনুশীলন শুরু করতে ৷ ঘরের মধ্যে ট্রেনিং শুরু করেন রোহিত শর্মাও ৷ ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও ইংল্যান্ড ক্রিকেটারও ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details