পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্বার্থ সংঘাতের নোটিশের পর CAC থেকে সরলেন শান্তা রঙ্গস্বামী

শান্তা রঙ্গস্বামী সহ ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির তিন সদস্যকে নোটিশ পাঠিয়েছিল BCCI ৷ এরপর কমিটি থেকে সরে দাঁড়ালেন শান্তা ৷

শান্তা রঙ্গোস্বামী

By

Published : Sep 30, 2019, 1:50 AM IST

Updated : Sep 30, 2019, 1:12 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর : ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি (CAC) থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ৷ ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ICA) ডিরেক্টর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি ৷

কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ এরপর কমিটির তিন সদস্যকেই নোটিশ পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয় ৷ সেই বিতর্কের মধ্যে গতকাল ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি থেকে সরে দাঁড়ান শান্তা ৷

এই সংক্রান্ত আরও খবর :স্বার্থের সংঘাতের অভিযোগে নোটিশ কপিলের নেতৃত্বাধীন CAC-কে

একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "CAC-তে থাকা আমার কাছে অত্যন্ত সম্মানের ছিল ৷ আমার অন্য পরিকল্পনা রয়েছে, তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি ৷ এমনিতেও বছরে একবার বা দু'বছরে একবার বৈঠক করছিল কমিটি ৷ তাই স্বার্থের সংঘাতের বিষয়টি আমি বুঝতে পারলাম না ৷ " তবে এরকমভাবে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠলে ভবিষ্যতে যে কোনও প্রশাসনিক পদে যোগ্য প্রাক্তন ক্রিকেটারদের নিয়োগ করা অত্যন্ত কঠিন হবে বলে মত শান্তার ৷

এই সংক্রান্ত আরও খবর :"ঈশ্বর ভারতীয় ক্রিকেটকে রক্ষা করুক", টুইট সৌরভের

এদিকে, ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগের বিষয়ে শান্তা বলেন, "এমনিতেও নির্বাচনের আগেই ICA থেকে পদত্যাগ করতাম আমি ৷ তাই এটা শুধুমাত্র সময়ের বিষয় ছিল ৷"

Last Updated : Sep 30, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details