সাউদহ্যাম্পটন, 24 জুন : হাফ সেঞ্চুরির পর বল হাতে পাঁচ উইকেট শাকিব আল হাসানের । তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে আফগানিস্তানকে 62 রানে হারিয়ে দিল বাংলাদেশ । যে কারণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 83 করেও মুশফিকুর রহিম পার্শ্বনায়ক । এই জয়ের ফলে বাংলাদেশের সেমিফাইনালের আশা এখনও জেগে রইল ।
ব্যাটসম্যান সাকিবের পরিচয় এ বিশ্বকাপে নিয়মিতই পাওয়া যাচ্ছে। আজও 51 করে ডেভিড ওয়ার্নারের মাথা থেকে শীর্ষ রান সংগ্রাহকের মুকুটটা আরও একবার পরে নিলেন নিজের মাথায় । পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রানের গণ্ডি পার করলেন ।
একই ম্যাচে ফিফটি ও পাঁচ উইকেট এর আগে শুধুমাত্র ছিল যুবরাজ সিংয়ের । 2011 সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পারফরম্যান্স করেছিলেন তিনি । আজ সেই কীর্তি ছুঁলেন শাকিব ।
262 রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান । তবে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের ম্যাচে শাকিবের পাঁচ উইকেটের সুবাদে ধস নামে আফগান ব্যাটিং অর্ডারে ।
তার আগে হ্যাম্পশায়ার বোলে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আফগান ক্যাপ্টেন গুলবাদিন নাইব । শাকিবের 69 বলে 51 এবং মুশফিকুরের 87 বলে 83 রানের মূল্যবান ইনিংসের সৌজন্যে স্কোরবোর্ডে 250-র গণ্ডি পার হয় বাংলাদেশ । এখানেই আগের ম্যাচে ভারতীয় দলকে মাত্র 224 রানে বেঁধে রাখার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে এদিন 262 রানে আটকে রাখেন আফগান বোলাররা ।