পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অক্টোবরে উঠছে নিষেধাজ্ঞা, শ্রীলঙ্কা সফরে কামব্যাক শাকিবের ? - বাংলাদেশের শ্রীলঙ্কা সফরেই কামব্যাক হতে পারে সাকিব আল হাসানের

শ্রীলঙ্কা সফরে আন্তর্জাতিক ক্রিকেটে শাকিব-আল-হাসানের প্রত্যাবর্তন নিয়ে চলছে জোর জল্পনা ৷

Shakib likely to make international comeback on Sri Lanka tour
Shakib likely to make international comeback on Sri Lanka tour

By

Published : Aug 12, 2020, 6:04 PM IST

ঢাকা, 12 অগাস্ট : দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন মাস কয়েক আগে ৷ নির্বাসনে থাকা বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান এবার বাইশ গজে ফেরার তোড়জোড় শুরু করছেন ৷ 29 অক্টোবর শাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে ৷ সেই সময়ই টেস্ট ও টি-20 সিরিজ়ের জন্য শ্রীলঙ্কায় থাকবে বাংলাদেশ ৷ তাহলে কি শ্রীলঙ্কা সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন শাকিব ? ক্রিকেটের আঙিনায় এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে ৷

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ৷ কোয়ারানটিন, প্রস্তুতি ম্যাচের পর তিন ম্যাচের টেস্ট ও টি-20 সিরিজ় খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ৷ আপাতত সূচি এটাই ৷ 24 অক্টোবর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ় ৷ শাকিবের ব্যান ওঠার আগেই শেষ হয়ে যাবে প্রথম টেস্ট ৷ টেস্ট সিরিজ়ে না হলেও কুড়ি বিশের ম্যাচে শাকিবের ফেরার অপেক্ষা করছে অনুরাগীরা ৷ শোনা যাচ্ছে, কামব্যাকের লক্ষ্যে সেপ্টেম্বর থেকেই প্রস্তুতিতে নেমে পড়বেন টাইগারদের তারকা অলরাউন্ডার ৷

তবে দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকায় শাকিবের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ যদিও এই অবস্থা দলের প্রতিটি ক্রিকেটারেরই ৷ কোরোনার কারণে বাড়িবন্দি প্রতিটি খেলোয়াড়কেই ফিটনেস পরীক্ষায় উতরোতে হবে ৷ একই কথা প্রযোজ্য শাকিবের ক্ষেত্রেও ৷ ফিটনেস টেস্টে পাশ হলে তবেই জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন হবে শাকিবের ৷ বলেছেন বাংলাদেশের হেডকোচ রাসেল ডোমিঙ্গো ৷ পাশাপাশি জাতীয় দলে ফেরার আগে শাকিবের কয়েকটি আন অফিশিয়াল ম্যাচ খেলা উচিত বলেই মনে করছেন তিনি ৷

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য BKSP-কে বেছে নিয়েছেন শাকিব ৷ BKSP হল দেশের সর্বোচ্চ স্পোর্টিং ইনস্টিটিউট ৷ অগাস্টের শেষেই অ্যামেরিকা থেকে পরিবার নিয়ে দেশে ফিরবেন তিনি ৷ প্রসঙ্গত, ক্রিকেটে গড়াপেটার প্রস্তাব পেলেও এই বিষয়ে ICC-র দুর্নীতি দমন শাখাকে অন্ধকারে রেখেছিলেন শাকিব ৷ যার শাস্তি স্বরূপ দুবছরের নির্বাসন হয় তাঁর ৷ যার মধ্যে ICC-র দুর্নীতি বিরোধী ধারা লঙ্ঘনের জন্য একবছরের জন্য সাসপেন্ড হন ৷ আর ওই একবছরের সাসপেনশন শেষ হচ্ছে 29 অক্টোবর ৷ তারপর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details