পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিঁখুত টাইমিং, চমৎকার ফুটওয়ার্ক; খুদের ব্যাটিং স্কিলে মুগ্ধ ভন-হোপ - সাই হোপ

56 সেকেন্ডের ছোট্ট ভিডিয়োতে কভার ড্রাইভ, অফ-ড্রাইভ এবং পুল শট খেলতে দেখা গিয়েছে ওই খুদেকে । ব্যাট হাতে পরির সাবলীল ভঙ্গি অনেককে দেশের উঠতি তারকা ব্যাটসম্যান শেফালি ভার্মার কথাও মনে করিয়ে দিচ্ছে ।

michael-vaughan
michael-vaughan

By

Published : Apr 22, 2020, 10:04 PM IST

দিল্লি, 22 এপ্রিল: বয়স সাত বছরের মতো । আর এই বয়সেই নিজের ব্যাটিং স্কিলে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন পরি শর্মা নামে এক ভারতীয় মেয়ে । সম্প্রতি পরির ব্যাটিংয়ের একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । দেখা যাচ্ছে চমৎকার ব্যাটিং দক্ষতায় একের পর এক শট খেলে চলেছে ওই খুদে । যা দেখে মুগ্ধ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন এবং ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান সাই হোপ । দুজনই নিজেদের টুইটার হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করেছেন ।

ব্যাট হাতে ওই খুদের নড়াচড়া দেখে বিস্মিত ভন লিখেছেন, "ভিডিয়োটি আপনারা দেখুন । এ হল পরি শর্মা । বয়স মাত্র সাত বছর । ওর মুভমেন্ট দেখে খুবই ভালো ।" অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান সাই হোপের মজার মন্তব্য, "আমি যখন বড় হব তখন পরির মতো হওয়ার চেষ্টা করব ।"

ভিডিয়োতে দেখা যাচ্ছে পরনে সাদা জামা, কালো প্যান্ট পরনে বেণী দুলিয়ে একমনে ব্যাট করে যাচ্ছে সাত বছরের মেয়ে । 56 সেকেন্ডের ছোট্ট ভিডিয়োতে কভার ড্রাইভ, অফ-ড্রাইভ এবং পুল শট খেলতে দেখা গিয়েছে ওই খুদেকে । ব্যাট হাতে তার সাবলীল ভঙ্গি অনেককে দেশের উঠতি তারকা ব্যাটসম্যান শেফালি ভার্মার কথাও মনে করিয়ে দিচ্ছে । মাত্র 15 বছর বয়সেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন ৷ 2020 টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেন শেফালি ৷

ABOUT THE AUTHOR

...view details