কলকাতা, 29 মে : পাশে দাঁড়ানোর কথা বললেন শাহরুখ খান। মীর ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কলকাতার সবুজায়নের পুনর্গঠনে কাজ করবে কলকাতা নাইট রাইডার্স। এই কাজে নেতৃত্ব দেবেন জুহি চাওলা। নাইট সংসারে বলিউডের এই নায়িকা প্রথম থেকে ক্রিকেটের বাইরে সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকেন। আগেও বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন জুহি চাওলা। এবারও বৃক্ষরোপণ করা হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থদান করবে বলেও জানিয়েছে KKR।
"করব, লড়ব, জিতব রে" , আমফান বিধ্বস্ত রাজ্যের পাশে শাহরুখ - amphan cyclone
আমফান বিধ্বস্ত বাংলার পাশে দাঁড়ালেন শাহরুখ খান। বৃক্ষরোপণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান দেওয়া হবে ।
!["করব, লড়ব, জিতব রে" , আমফান বিধ্বস্ত রাজ্যের পাশে শাহরুখ ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7401308-423-7401308-1590776376224.jpg)
ছবি
শাহরুখ খান বলেন, "কলকাতা আমার কাছে একটি শহরের থেকে বেশি কিছু। একটি আবেগ। আমি এখানে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। ভালোবাসা পেয়েছি। আনন্দ খুঁজে পেয়েছি। কিন্তু সবকিছু পেরিয়ে আমি এখানে যা শিখেছি তা হল, একতা এবং দলগত সংহতির গুরুত্ব ।"
তিনি আরও বলেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি KKR- এর সঙ্গে আমার যাত্রা একটি রূপকথার মতো। যেখানে ওঠানামা রয়েছে। ইডেনে ভালো এবং খারাপ উভয় দিনের সাক্ষী থেকেছি । কিন্তু দিনের শেষে সকলে একযোগে আশা এবং বিশ্বাসের সঙ্গে বলেছি, করব লড়ব জিতব রে।"
Last Updated : May 30, 2020, 1:18 AM IST