পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিলামে মুশফিকুরের ব্যাট কিনলেন শাহিদ আফ্রিদি - Shahid Afridi

বিশাল অঙ্কের টাকার বিনিময়ে নিলামে তোলা মুশফিকুর রহিমের ব্যাট কিনলেন শাহিদ আফ্রিদি ৷

image
শাহিদ আফ্রিদি

By

Published : May 16, 2020, 3:25 PM IST

দিল্লি, 16 মে : বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নিলামে তোলা ব্যাট কিনলেন প্রাক্তন পাকিস্তানি ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি ৷ কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহ করার জন্য নিজের ব্যাট নিলামে তুলেছিলেন রহিম ৷ বিশাল অঙ্কের বিনিময়ে সেই ব্যাট কিনে নিলেন শাহিদ আফ্রিদি ৷

রহিম টুইট করে একথা জানান ৷ পাঁচ দিনের নিলামের পর আফ্রিদি রহিমের ব্যাটটি কেনেন ৷ টুইটারে আফ্রিদির একটি ভিডিয়ো ম্যাসেজ শেয়ার করে রহিম লেখেন, ‘‘ তোমার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ ৷ ’’

কিছুদিন আগে নিজের ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নেন রহিম ৷ এই ব্যাট দিয়েই টেস্টে একমাত্র দ্বিশতরান করেছিলেন রহিম ৷ এছাড়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবেও দ্বিশতরানের রেকর্ড গড়েন তিনি ৷ 2013 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 321 বলে 200 রান করেন তিনি ৷

ব্যাটটিকে নিলামে তোলার সময় রহিম বলেন, ‘‘ নিঃসন্দেহে এই ব্যাটটি আমার কাছে স্পেশাল ৷ সবাই তাঁর দেশের হয়ে প্রথম দ্বিশতরানকারী হতে পারে না ৷ এই ব্যাটটা আমার বিশেষ পছন্দের ছিল ৷ কিন্তু মানুষের জীবনের থেকে কোনকিছুই দাম নয় ৷ তাই আমি এই ব্যাটটা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি ৷ ’’

শুক্রবার আফ্রিদি ব্যাটটি 20 হাজার ইউনাইটেড স্টেট ডলার দিয়ে রহিমের ব্যাটটি কেনেন ৷

ABOUT THE AUTHOR

...view details