দিল্লি, 16 অগাস্ট : দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৷ তবে IPL খেলবেন ৷ তাই ব্লু জার্সিতে না হলেও আগামী সেপ্টেম্বরে হলুদ জার্সিতে ব্যাট হাতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে ৷ অবসর ঘোষণার পর প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবেন ৷ তার আগেই ক্যাপ্টেন কুল'কে আমন্ত্রণ জানিয়ে রাখলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ৷ মাহির উদ্দেশে বললেন, "19 সেপ্টেম্বর টসের সময় দেখা হবে ৷"
ধোনির অবসর ঘোষণার পরপরই দেশ-বিদেশের ক্রিকেট ব্যক্তিত্বরা প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ রোহিত শর্মার প্রতিক্রিয়া এসেছে একদিন পর ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মানুষ ৷ ক্রিকেট ও তার চারপাশে ওর প্রভাব বিশাল ৷ একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ যিনি জানতেন কীভাবে দলকে গড়ে তুলতে হয় ৷" সাদা বলের ফরম্যাটে রোহিত একদিন অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠবেন, তা প্রথম উপলব্ধি করেছিলেন ধোনি ৷ 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক ধোনিই রোহিতকে ওপেনিংয়ে নামার পরামর্শ দিয়েছিলেন ৷