মুম্বই, 24 এপ্রিল: দেশে কোরোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে । এই পরিস্থিতিতে 47তম জন্মদিন উদযাপন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর । তাই মাঝরাতে কেক কেটে নয় বরং একটু অন্যভাবে জন্মদিনটা পালন করলেন তিনি। আর এই বিশেষ দিনে মায়ের থেকে পেলেন "অমূল্য" উপহার ।
জন্মদিনে মায়ের থেকে "অমূল্য" উপহার পেলেন সচিন - Sachin tendulkar birthday
মাঝরাতে কেক কেটে নয় বরং একটু অন্যভাবে জন্মদিনটা পালন করলেন মাস্টার ব্লাস্টার । আর এই বিশেষ দিনে মায়ের থেকে পেলেন "অমূল্য" উপহার ।
সকালে উঠেই প্রথমে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সচিন । চেয়ারে বসে থাকা অবস্থাতেই ছেলেকে আশীর্বাদ করেন রজনী তেন্ডুলকর । এরপরই উপহার হিসেবে ছেলের হাতে তুলে দেন ছোট্ট একটি গণেশের মূর্তি । বিশেষ দিনে এই উপহারকে অমূল্য বলে উল্লেখ করেছেন তিনি ।
টুইটে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সচিন লেখেন, "দিনটা শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে । তার সঙ্গে গণপতি বাপ্পার সঙ্গে একটা ছবিও শেয়ার করলাম । মা আমাকে এটা উপহার দিয়েছেন । এটা এক অমূল্য উপহার ।" অন্য বছর সচিনের এই সময়টা কাটে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে । মুম্বইয়ের ড্রেসিংরুমে চলে কেক কাটা, সেলিব্রেশন পর্ব । কিন্তু এবছর পুরো চিত্রটাই বদলে গিয়েছে । কোরোনার জেরে IPL স্থগিত । বাইরে বেরোনোও বন্ধ । তাই দিনটা পরিবারের সঙ্গেই কাটালেন তিনি ।