মুম্বই, 23 এপ্রিল : আগামীকাল 47 বছরে পা দিতে চলেছেন সচিন তেন্ডুলকর ৷ কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা ভাইরাস দাপট দেখাচ্ছে ৷ ভারতেও প্রভাব পড়েছে কোরোনার ৷ এই কঠিন সময়ে সামনে থেকে লড়াই করে চলেছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ৷ সেই সব স্বাস্থ্যকর্মী ও যাঁরা কোরোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন তাঁদের সম্মান জানাতে নিজের জন্মদিন পালন করবেন না মাস্টার ব্লাস্টার ৷
কোরোনা : জন্মদিন পালন করবেন না সচিন - ভারতে কোরোনার প্রভাব
এবছর নিজের জন্মদিন পালন করবেন না সচিন তেন্ডুলকর ৷ কোরোনার জেরে দেশজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে ৷ এই শোকের আবহে জন্মদিন উদযাপন করতে চান না সচিন ৷
সচিন
সচিন মনে করেন এই সময়টা উৎসব পালনের জন্য নয় ৷ তিনি মনে করেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল স্টাফ, পুলিশ, সেনাসহ যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের সম্মান জানানোর এটাই সবথেকে ভালো পন্থা ৷
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 50 লাখ টাকা দান করেছেন সচিন ৷ তাছাড়া বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজে যুক্ত মাস্টার ব্লাস্টার ৷ সচিনের এই মহৎ কাজে তাঁকে সঙ্গেই আছেন তাঁর ফ্যান ক্লাবগুলি ৷ একটি ফ্যান ক্লাব সচিনের 40টি দুষ্প্রাপ্য ছবি প্রকাশ করতে চলেছে ৷