পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সচিনের একহাতি ফোরহ্যান্ডে মজে টেনিস জগত, ফেডেরারের কাছে চাইলেন পরামর্শ

ব্যাট ছেড়ে র্যাকেট তুলে নিলেন সচিন তেন্ডুলকর ৷ পারফেক্ট ফোরহ্যান্ড শটে তাক লাগিয়ে দিলেন ৷ সঙ্গে রজার ফেডেরারের পরামর্শও চাইলেন ৷

সচিনের একহাতি ফোরহ্যান্ডে মজে টেনিস জগত, ফেডেরারের কাছে চাইলেন পরামর্শ
সচিনের একহাতি ফোরহ্যান্ডে মজে টেনিস জগত, ফেডেরারের কাছে চাইলেন পরামর্শ

By

Published : Jul 4, 2020, 2:20 PM IST

Updated : Jul 4, 2020, 2:29 PM IST

মুম্বই, 4 জুলাই: সচিন তেন্ডুলকরের একহাতি ফোরহ্যান্ডে মজল টেনিস দুনিয়া ৷ পেশাদার টেনিস তারকার মতো ফোরহ্যান্ড শটে তাক লাগিয়ে দিলেন মাস্টার ব্লাস্টার ৷ সেই ভিডিয়ো পোস্ট করে টেনিস কিংবদন্তি রজার ফেডেরারের কাছে পরামর্শও চাইলেন ৷

তাঁর ব্যাটিং স্কিল নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই ৷ অনুরাগীরা তাঁকে ক্রিকেট ঈশ্বরের তকমা দিয়েছেন ৷ কিন্তু ক্রিকেটের পাশাপাশি টেনিসটাও ভালোই খেলেন সচিন তেন্ডুলকর ৷ শুধু টেনিস খেলাই নয়, এর খুঁটিনাটি টেকনিক নিয়েও বিস্তর আগ্রহ মাস্টার ব্লাস্টারের ৷ লকডাউনের মধ্যে ফের টেনিস র্যাকেট তুলে নিয়েছেন সচিন ৷ পেশাদার টেনিস তারকার মতোই হাঁকিয়েছেন ফোরহ্যান্ড ৷ তাও একহাতে ৷ অনুরাগীরা সচিনের ফোরহ্যান্ড শটকে পারফেক্ট বললেও নিজে হয়ত সন্তুষ্ট নন সচিন ৷ তাই রজার ফেডেরারের কাছে পরামর্শ চেয়েছেন ৷ টুইটারে সুইস মায়েস্ত্রোকে ট্যাগ করে লিখেছেন, "আমার ফোরহ্যান্ড নিয়ে কোনও পরামর্শ দিতে চাও ফেডেরার?" ওই ভিডিয়োতে উইম্বলডনকে ট্যাগ করতেও ভোলেননি তিনি ৷

দেখুন ভিডিয়ো

ব্যক্তিগত জীবনে বেশ ভালো বন্ধু সচিন ও ফেডেরার ৷ যদিও সচিনের এই পোস্টে এখনও পর্যন্ত ফেডেরারের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি ৷ তবে উত্তর এসেছে উইম্বলডনের পক্ষ থেকে ৷ ক্রিকেট ও টেনিস দুনিয়ার দুই কিংবদন্তিকে ডাবলস পার্টনারশিপে দেখতে চেয়েছে তারা ৷ ক্রিকেট ও টেনিস উভয় খেলাতেই ৷ লিখেছে, "অসাধারণ ডাবলস জুটি হবে ৷ ওপেনিং পার্টনারশিপও জমে যাবে ৷"

Last Updated : Jul 4, 2020, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details