পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 19, 2019, 7:54 AM IST

Updated : Jul 19, 2019, 9:22 AM IST

ETV Bharat / sports

ICC-র হল অফ ফেমে সচিন

ICC-র হল অফ ফেমে জায়গা পেলেন সচিন তেন্ডুলকর । ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন তিনি ।

সচিন

লন্ডন, 19 জুলাই : ICC-র হল অফ ফেমে জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর । গতকাল ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে সরকারিভাবে তাঁর হাতে স্মারক টুপি তুলে দেওয়া হয় । ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন সচিন ।

200 আন্তর্জাতিক টেস্টে 15 হাজার 921 রান করেছেন সচিন । গড় 53.78 । সর্বোচ্চ অপরাজিত 248 । টেস্টে তাঁর নামের পাশের 51 টি সেঞ্চুরি ও 68 টি হাফ সেঞ্চুরি রয়েছে । অন্যদিকে, 463 টি একদিনের ম্যাচে 18 হাজার 426 রান করেছেন মাস্টার ব্লাস্টার । গড় 44.83 । সর্বোচ্চ অপরাজিত 200 । 49 টি সেঞ্চুরি ও 96 টি হাফ সেঞ্চুরি করেছেন । একদিনের ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে দ্বিশতরানের নজিরও গড়েন সচিন । দীর্ঘ ক্যারিয়ারে একটিমাত্র আন্তর্জাতিক T-২০ ম্যাচ খেলেছেন । তাঁর রান 10 ।

ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা সম্মান পাওয়ার পর নিজের পরিবার ও কোচকে ধন্যবাদ জানান সচিন । বলেন, "দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ জানাতে চাই । আমার বাবা-মা, দাদা অজিত ও স্ত্রী অঞ্জলি আমার শক্তি-স্তম্ভ । আর শুরুতে গাইড ও মেন্টর হিসেবে কোচ রমাকান্ত আচরেকরের সান্নিধ্য পেয়ে আমি ভাগ্যবান । " সচিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিটজ়প্যাট্রিকও ICC-র হল অফ ফেমে জায়গা করে নেন ।

Last Updated : Jul 19, 2019, 9:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details