পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ওয়ার্ল্ডকাপ জয় কেরিয়ারের শ্রেষ্ঠ মুহূর্ত, জানালেন সচিন - cricket

ওয়ার্ল্ডকাপ জয়ের মূহূর্ত তাঁর ক্রিকেট কেরিয়ারের শ্রেষ্ঠ মূহূর্ত বলে জানালেন সচিন। পাশাপাশি এক ভিডিয়োতে সেই দলের তরুণ ক্রিকেটার ও আজকের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে একটি আবেদন করলেন, "টিম ইন্ডিয়ার জার্সিতে তিনের বদলে চারটে স্টার দেখতে চাই।"

By

Published : Apr 2, 2019, 9:50 PM IST

মুম্বই, ২ এপ্রিল : আট বছর আগে এই দিনে মুম্বইয়ের সন্ধ্যে। ওয়াংখড়ে স্টেডিয়াম তখন থমথমে। ওয়ার্ল্ডকাপ ফাইনালে ততক্ষণে বীরেন্দ্র সেহওয়াগ ও সচিন তেন্ডুলকর ফিরে গেছেন প্যাভিলিয়নে। ওয়ার্ল্ডকাপ তখন টিম ইন্ডিয়ার হবে কী না, তা নিয়ে সংশয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা। সচিনের কুসংস্কারের চাপে সেহওয়াগকে ম্যাচ দেখতে হচ্ছিল ড্রেসিংরুমে। তবে ম্যাচ যত গড়িয়েছে ওয়ার্ল্ডকাপ জয়ের স্বপ্নে বিভোর দেশের মানুষ তত উৎসবে মেতেছে। তবে সেহওয়াগকে পাশে বসিয়ে সচিন সেই TV-র সামনেই বসে ছিলেন। সেহওয়াগকে নিয়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসেছিলেন ধোনির ছক্কার পরে। আর সেই মূহূর্তটাই তাঁর ক্রিকেট কেরিয়ারের শ্রেষ্ঠ মূহূর্ত বলে জানালেন সচিন। ওয়ার্ল্ডকাপ জয়ের আট বছর পূর্তির দিনে টুইটে সচিন লিখলেন সেই কথা। পাশাপাশি এক ভিডিয়োতে সেই দলের তরুণ ক্রিকেটার ও আজকের টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে একটি আবেদন করলেন, "টিম ইন্ডিয়ার জার্সিতে তিনের বদলে চারটে স্টার দেখতে চাই।"

ওয়ার্ল্ডকাপ জয়ের সেই মুহূর্ত

আট বছর আগে আজকের দিনেই মুম্বইয়ের ওয়াংখড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর দ্বিতীয়বারের জন্য পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে সচিন বলেন, "২০১১-র ২ এপ্রিল নিয়ে কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব, আর কোথায় শেষ করব বলা কঠিন। ওই দিনটা আমাদের সবার জন্য এত বড় একটা দিন ছিল যে কী বলব। আমি নিজের সম্পর্কে বলতে পারি, যে আমার জন্য খুব বড় দিন। আমি ক্রিকেট মাঠে এত দিন কাটিয়েছি, কিন্তু ওই দিনটার মতো অত বড় দিন জীবনে দেখিনি। দিনটা আমার ক্রিকেট কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় দিন।"

আট বছর আগে এই দিনে রাহুল গান্ধিকে দেখা গেছিল গাড়ির ওপরে বসে খেলা দেখতে। এবং ভারত জেতার পর মা সোনিয়া গান্ধির সঙ্গে উৎসব করতে। আট বছর পর আজ তিনি মোদির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ব্যস্ত। ভারতের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় কোহলির নেতৃত্বে আরও একটি ওয়ার্ল্ডকাপের। আসন্ন ওয়ার্ল্ডকাপ নিয়ে সচিন বলেন, "আরও একটা বিশ্বকাপ আসছে। আমি জানি যে, আমাদের এখনও বিশ্বকাপের দল ঘোষণা করা হয়নি। কিন্তু যে দলই বিশ্বকাপ খেলতে যাবে, সেটা আমাদের দল হবে। এবার জার্সিতে তিনের বদলে চারটে স্টার দেখতে চাই। দেশবাসী টিমের পাশে রয়েছে। স্বপ্নপূরণে অপেক্ষায় প্রহর গোনা শুরু।"

ওয়ার্ল্ডকাপ জয়ের ৮ বছর পূর্তিতে টুইট করেন সেহওয়াগও। তিনি লেখেন, "স্বপ্নপূরণের মুহূর্ত। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলাম আমরা। সেদিন দেশবাসী উৎসবে মেতেছিল।" সেই সঙ্গে ওয়ার্ল্ডকাপ ট্রফি হাতে ছবি পোস্ট করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details