পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শক্তিশালী দেশ গঠনে স্বচ্ছতা জরুরি, মনে করেন সচিন - কলকাতায় সচিন তেন্ডুলকর

কলকাতায় সচিন তেন্ডুলকর ৷ একটি বিমা কোম্পানি আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন তিনি ৷

image
কলকাতায় সচিন

By

Published : Feb 2, 2020, 10:07 AM IST

কলকাতা, 2 ফ্রেব্রুয়ারি : শক্তিশালী দেশ গড়তে স্বচ্ছতা জরুরি তা ফের মনে করিয়ে দিলেন সচিন তেন্ডুলকর । একটি বিমা কম্পানির উদ্যোগে আয়োজিত ফুল ম্যারাথনে ফ্ল্যাগ অফ করতে কলকাতায় এসেছেন মাস্টার ব্লাস্টার ।

সেখানে অংশগ্রহণকারীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি স্বচ্ছ সুন্দর পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন মাস্টার ব্লাস্টার । কিংবদন্তি ক্রিকেটার রাজ্যসভার প্রাক্তন সাংসদ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের অংশীদার হয়েছেন এর আগে । মাঠে নেমে হাতে কলমে স্বচ্ছ পরিবেশ গঠনে উদ্যোগ নিয়েছেন । এবার বর্তমান ও নতুন প্রজন্মকে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ।

ফুল ম্যারাথনে কলকাতার মানুষের উৎসাহ দেখে খুশি ভারতরত্ন ক্রীড়াবিদ । সাত বছরের ক্ষুদের সঙ্গে ছিয়াশি বছরের বৃদ্ধের পা মেলানো এই ম্যারাথন ঘিরে কলকাতার সচেতনতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করেন । তাঁর মতে সুস্থ সবল শরীর দীর্ঘ জীবনের চাবিকাঠি । সেই কাজে এই শহরের প্রতিযোগী সংখ্যা বৃদ্ধিতে খুশি সচিন ।

কলকাতায় সচিন

ABOUT THE AUTHOR

...view details