পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্য়ালেঞ্জ নিয়ে এক ফ্লিকে মাঠের বাইরে বল পাঠালেন সচিন - অবসর ভেঙে ফের ব্যাট হাতে সচিন

ফের ব্যাট হাতে মাঠে নামলেন মাস্টার ব্লাস্টার ৷ অস্ট্রেলিয় মহিলা দলের ক্রিকেটার অ্যালিস পেরির বলে এক ওভারের ব্যাট করলেন সচিন ৷

image
ব্য়াট হাতে সচিন

By

Published : Feb 9, 2020, 2:33 PM IST

মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : ফের ব্যাট হাতে ক্রিকেটের 22 গজে সচিন ৷ সাড়ে পাঁচ বছরের পর অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার অ্যালিস পেরির বলে এক ওভার ব্যাট করলেন সচিন তেন্ডুলকর ৷ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য বুশফায়ার ব্যাশে পন্টিং দলের কোচিংয়ের দায়িত্বে আছেন সচিন ৷

দাবানলের ত্রাণ তহবিল গড়ার জন্য প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ পন্টিং একাদশ ও গিলক্রিস্ট একাদশ নামে দুটি দলের 10 ওভার করে খেলা হবে ৷ পন্টিং একাদশের কোচের ভূমিকায় আছেন মাস্টার ব্লাস্টার ৷ সেখানেই অজ়ি মহিলা দলের তারকা ক্রিকেটার অ্যালিস পেরি সচিনকে এক ওভার ব্যাটিং করার আমন্ত্রণ করেন ৷

পেরির ওভারে ওঠে 10 রান ৷ বাউন্ডারি মেরে সচিন খাতা খোলেন ৷ শনিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে অ্যালিস পেরি সচিনকে তাঁর বলে এক ওভার ব্যাট করার আমন্ত্রণ করেন ৷ ডাক্তারের পরামর্শের বিরুদ্ধে গিয়ে সচিন খেলার আমন্ত্রণ গ্রহন করেন ৷

ABOUT THE AUTHOR

...view details