পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিজের ফর্ম, বোলিং - ফিল্ডিং বিভাগের চিন্তা নিয়েই আজ রোহিতের মুম্বইয়ের সামনে কোহলি - Mumbai Indians

RCB দলটাই কোহলির উপর নির্ভরশীল । সেখানে বিরাটের ব্যাট চুপ থাকা মানে দলের অর্ধেক শক্তি চলে যাওয়া ।

J
J

By

Published : Sep 28, 2020, 7:01 AM IST

দুবাই, 28 সেপ্টেম্বর : দেশের গণ্ডি ছাড়িয়ে দুজনই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম । সোমবার দুবাইয়ে সেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা চলতি IPL - এ প্রথমবার মুখোমুখি হচ্ছেন । কোহলির RCB -র চেয়ে কিছুটা এগিয়ে থেকেই নামবে মুম্বই ইন্ডিয়ান্স । অন্যদিকে বোলিং ও ফিল্ডিং - এই দুই বিভাগের দুশ্চিন্তা নিয়েই মুম্বইয়ের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।

এগিয়ে রোহিত

নিজেদের দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় ফিরে এসেছেন রোহিত । বলতে গেলে রোহিতের দুরন্ত ব্যাটিংই হারিয়ে দেয় KKR - কে । ওজন নিয়ে যতই হাসাহাসি হোক, যতই আনফিট দেখাক, হিটম্যান এর ব্যাটিং তাণ্ডব বজায় আছে । বরং বিরতির পর সর্বদা ফিট কোহলির ছন্দ খুঁজে পেতে একটু সময় লাগছে । গত দুটি ম্যাচেই ব্যাট হতে নিষ্প্রভ ছিলেন । তাঁর মতো ক্রিকেটারের কাছে যে ক্যাচ ধরা জলভাত, সেই সহজ ক্যাচ ফেলে প্রবল সমালোচিত হয়েছেন । দল নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি নিজের ফর্ম ভাবাচ্ছে কোহলিকে । RCB দলটাই কোহলির উপর নির্ভরশীল । সেখানে বিরাটের ব্যাট চুপ থাকা মানে দলের অর্ধেক শক্তি চলে যাওয়া । মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়েই রান তুলতে হবে তাঁকে ।

RCB তে ডিভিলিয়ার্স, ফিঞ্চ ; মুম্বইয়ের শক্তি বোলিং

দলের অন্যতম শক্তির নাম ডিভিলিয়ার্স । তিনিও অবশ্য ফর্ম হাতড়াচ্ছেন । প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা দেবদূত পারিক্কল ভালো ফর্মে রয়েছেন । জসপ্রীত বুমরাদের সামনে ধারাবাহিতা বজায় রাখাই চ্যালেঞ্জ তাঁর । বড় স্কোর করতে না পারলেও ছন্দে রয়েছেন অ্যারন ফিঞ্চ । যেকোনও সময় তাঁর ব্যাট কথা বলতে পারে । দলে ফিনিশার এর অভাব রয়েছে । শিবম দুবের উপর ভরসা করতে হচ্ছে । জসুয়া ফিলিপকে কোথায় খেলানো হবে তা নিয়েও কৌতূহল রয়েছে । ধোঁয়াশা রয়েছে ক্রিস মরিসকে নিয়েও । বোলিং বিভাগে ডেল স্টেইনের মত নাম থাকলেও প্রোটিয়া পেসারের সেই আগের ধার দেখা যায়নি । হতাশ করেছেন উমেশ যাদবও । মুম্বইয়ের বিরুদ্ধে উমেশের পরিবর্তে মহম্মদ সিরাজ সুযোগ পেতে পারেন । একমাত্র দুটো ম্যাচেই প্রয়োজনের সময় উইকেট তুলেছেন যুজবেন্দ্র চহাল ।

রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, সৌরভ তিওয়ারি রাও ছন্দে রয়েছে । টপ অর্ডার ব্যর্থ হলেও লোয়ার অর্ডারে পন্ডিয়া ভাইরা, কায়রন পোলার্ড ইনিংসের হাল ধরার জন্য রয়েছেন ।

কোহলিদের আটকাতে দুজন স্পিনার নামিয়েছিল পঞ্জাব । রোহিত সেই স্ট্র্যাটেজি মেনে চলে কি না সেটা দেখার বিষয় । সেক্ষেত্রে স্পিনার রাহুল চাহারের উপর চাপ বাড়বে । দ্বিতীয় স্পিনার হিসেবে কাকে নামানো হয় সেটাও দেখার । কোহলি, ডিভিলিয়ার্স কে তাড়াতাড়ি প্যাভেলিয়নে পাঠানোর দায়িত্ব থাকবে বুমরা, বোল্টদের উপর ।

ABOUT THE AUTHOR

...view details