পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতের প্রশংসা পাকিস্তানের হায়দর আলির গলায় - ICC

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের 29 জনের দলে জায়গা করে নিয়েছেন হায়দর ৷ ICC জুনিয়র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন হায়দর ৷ যদিও সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ৷

image
হায়দর আলি

By

Published : Jun 19, 2020, 7:02 AM IST

করাচি, 19 জুন : ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার প্রশংসা পাকিস্তানি ক্রিকেটারের গলায় ৷ তবে শুধু প্রশংসাই নয়, ভারতীয় ক্রিকেটের হিটম্যানকে নিজের রোল মডেল বলছেন ওই পাকিস্তানি ক্রিকেটার ৷

পাকিস্তানি ক্রিকেটে নতুন ব্যাটিং স্টার হায়দর আলি বলছেন, তাঁর রোল মডেল রোহিত শর্মা ৷ একটি সংবাদমাধ্যমে হায়দর বলেেন, ‘‘রোহিত শর্মা যেভাবে ওপেন করতে নেমে ভারতীয় দলকে শুরুটা দেন, সেটা অসাধারণ ৷ টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-20 রোহিত মাঠে নামেন বোলারদের শাসন করার জন্য ৷ আমিও পাকিস্তানের ইনিংসের ওই ভাবেই শুরু করতে চাই ৷’’

ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের 29 জনের দলে জায়গা করে নিয়েছেন হায়দর ৷ ICC জুনিয়র বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাতে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন হায়দর ৷ যদিও সেই ম্যাচে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান ৷

সম্প্রতিক কালে ভালো ফর্মে আছেন রোহিত শর্মা ৷ ওয়ান-ডে ক্রিকেটে তিনটি দ্বি-শতরানের ইনিংস খেলেছেন তিনি ৷ তার মধ্যে একটি বিশ্বরেকর্ড 264 রানের ইনিংসও আছে ৷ টি-20 ক্রিকেটে সর্বাধিক ছয় মারার রেকর্ডও রোহিতের দখলে ৷ এখনও পর্যন্ত 127টি ছয় মেরেছেন রোহিত ৷

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা অনেকবার শোনা গেছে পাকিস্তানি ক্রিকেটাদের গলায় ৷ তবে হায়দরের কথায় রোহিতের ধারাবাহিকতার ভক্ত তিনি ৷

আগামী 5 অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে খেলার কথা পাকিস্তানের ৷ তার আগে 14 দিনের কোয়ারানটিন কাটাতে হবে পাকিস্তান দলকে ৷

ABOUT THE AUTHOR

...view details