পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এবার খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা, সঙ্গে আরও 3 অ্যাথলিট - খেলরত্ন পাচ্ছেন রোহিত শর্মা

ক্রিকেটার হিসেবে আর আগে রাজীব গান্ধি খেলরত্ন পেয়েছেন সচিন, ধোনি ও কোহলি৷

Rohit Sharma awarded khel ratna
রোহিত

By

Published : Aug 18, 2020, 8:33 PM IST

দিল্লি, 18 অগাস্ট: এবার রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা ৷ তিনি চতুর্থ ক্রিকেটার যিনি খেলাধূলার জগতের এই সর্বোচ্চ সম্মানের জন্য মনোনীত হলেন ৷ লকডাউনের মাঝেই তাঁর নাম সুপারিশ করেছিল BCCI৷

ক্রিকেটার হিসেবে আগে এই পুরস্কার পেয়েছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি৷ এবার এই তালিকায় যুক্ত হল রোহিত শর্মার নাম ৷

খেলরত্ন পাচ্ছেন টেবিল-টেনিস তারকা মনিকা বাত্রাও৷

রোহিতের পাশাপাশি এবার এই পুরস্কার পাচ্ছেন কুস্তিগির ভিনেশ ফোগাত, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা ও প্যারা অলেম্পিকে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু৷

ABOUT THE AUTHOR

...view details