দিল্লি , 4 নভেম্বর : হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা ৷ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ডবল সুপার ওভারের ম্যাচের পর থেকে তাঁর খেলা বন্ধ ছিল ৷ চোট পাওয়ার কারণে একমাস পরের অস্ট্রেলিয়া সফরে রোহিতকে বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড ৷ তবে বৃহস্পতিবার প্লে অফে দিল্লির বিরুদ্ধে ম্যাচ খেলতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন, রোহিত শর্মা সবরকম সতর্কতা অবলম্বন করুক ৷ বেশি ঝুঁকি যেন না নেন ৷
চোট পাওয়ার কারণে একমাস পরের অস্ট্রেলিয়া সফরে রোহিতকে বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড ৷ এই নিয়ে বিতর্কও কম হয়নি ৷ একমাস সফরের পর রোহিতকে বাদ দেওয়ার যুক্তি খুঁজে পায়নি ক্রিকেট বিশেষজ্ঞরা । এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন , "এই মুহূর্তে রোহিত আহত রয়েছেন । তা না হলে আমরা কেন তাঁর মতো খেলোয়াড়কে ছাড়ব । তিনি জাতীয় দলের সহ-অধিনায়ক ৷ আমাদের তাঁকে পরীক্ষা করতে হবে । আমি জানি না (তিনি কবে দলে ফিরে আসতে পারবেন) । আমরা তাঁকে সুস্থ করতে চাই । তাঁর মতো সেরা খেলোয়াড়দের মাঠে নামানো BCCI-র কাজ । সুস্থ হয়ে উঠলেই অস্ট্রেলিয়া সফরে যেতে পারবেন তিনি ।"