ফ্লোরিডা, 3 অগাস্ট : তাঁর সঙ্গে রোহিত শর্মার সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা অব্যাহত ৷ রোহিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই বলে জানালেও তাতে জল্পনা থামেনি ৷ বরং উত্তরোত্তর বেড়েই চলেছে ৷ আর এবার সেই জল্পনাতেই ঘি ঢাললেন খোদ বিরাট কোহলি ৷ ক্যাপশনে "স্কয়্যাড" লিখে শুক্রবার টুইটারে একটি ছবি পোস্ট করেন ভারতীয় অধিনায়ক ৷ সেই ছবিতে নেই রোহিত শর্মা ৷ এরপর নেটিজেনরা প্রশ্ন করেন, যদি রোহিতের সঙ্গে বিরাটের কোনও দ্বন্দ্ব নাই থাকে তাহলে ছবিতে কেন নেই হিটম্যান ?
2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ ম্যাচের পর রোহিতের সাক্ষাৎকার নেন বিরাট ৷ সাংবাদিক বৈঠকেও হিটম্যানের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক ৷ রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন ৷ কিন্তু, ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত ৷ একদিকে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত । আর দু'জনের এই শীতলতা সম্প্রতি তৈরি হয়নি ৷ গত এক বছর ধরেই দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কে ফাটল ধরেছে । দু'জনেই অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ৷
এই সংক্রান্ত আরও খবর :ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো রোহিতের, ফের শুরু জল্পনা
কিন্তু, দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন রোহিত ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলেও দুই খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায় ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে সোমবার (29 জুলাই) সাংবাদিক বৈঠকে রোহিতের সঙ্গে সম্পর্কের অবনতির জল্পনাকে উড়িয়ে দেন বিরাট ৷ দাবি করেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জল্পনা কল্পনাপ্রসূত ও বানানো ৷ যা অত্যন্ত অসম্মানজনক ৷ বিরাটের কথায়, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ " একই প্রতিক্রিয়া দেন হেড কোচ রবি শাস্ত্রী ৷