দিল্লি, 11 ডিসেম্বর : ফিটনেস টেস্টে পাশ করলেন রোহিত শর্মা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্টে খেলতে পারেন তিনি ৷ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন তিনি ৷ সেখানেই তাঁর ফিটনেস টেস্ট হয় ৷
33 বছরের রোহিত সদ্য সমাপ্ত আইপিএল চলাকালীন হ্য়ামস্ট্রিংয়ে চোট পান ৷ ফলে অস্ট্রেলিয়াগামী দলে তাঁকে রাখেননি নির্বচকরা ৷ কিন্তু তাঁকে বাদ দেওয়া নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয় ৷ শেষপর্যন্ত রোহিতের চোটের পরীক্ষা করা হয় ৷ কিন্তু তখনও টেস্টে ম্যাচ খেলার মতো জায়গায় ছিলেন না হিটম্যান ৷
জানানো হয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ের সামনে রোহিতকে ফিটনেস পরীক্ষা দিতে হবে ৷ সেইমতো ফিটনেস পরীক্ষা দেন রোহিত ৷ এবং ফিটনেস টেস্টে পাশ করেন ৷ 14 ডিসেম্বর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ৷