পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতের নেতৃত্বের সঙ্গে ধোনির মিল পান রায়না - মহেন্দ্র সিং ধোনি

রায়নার মতে, নেতৃত্ব দেওয়ার সময় রোহিতের ধৈর্য এবং সতীর্থদের মনোবল বাড়ানোর ক্ষমতার জন্যই তাঁকে ধোনির সঙ্গে তুলনা করা হয় ।

Rohit's captaincy is very similar to MSD
Rohit's captaincy is very similar to MSD

By

Published : May 22, 2020, 5:29 PM IST

মুম্বই, 22 মে: সীমিত ওভারে রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ধরন অধিনায়ক বিরাট কোহলির থেকে একেবারেই আলাদা । অনেকেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির মিল খুঁজে পান । একই মত সুরেশ রায়নারও । তাঁর মতে, নেতৃত্ব দেওয়ার সময় রোহিতের ধৈর্য এবং সতীর্থদের মনোবল বাড়ানোর ক্ষমতার জন্যই তাঁকে ধোনির সঙ্গে তুলনা করা হয় ।

কোহলির অনুপস্থিতিতে যখনই সুযোগ পেয়েছেন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রোহিত শর্মা । সীমিত ওভারে ভারতীয় দলের সহ অধিনায়কের নেতৃত্বেই 2018 সালে এশিয়া কাপ জিতেছিল ভারত । এছাড়াও রোহিতের নেতৃত্বে মেন ইন ব্লু-র সাফল্যের পরিসংখ্যানও ভালো । কোহলির মতো মাঠে তাঁকে মোটেও আগ্রাসী দেখায় না । বরং মাথা ঠান্ডা রেখে কাজ করতে পছন্দ করেন তিনি । আর এখানেই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির সঙ্গে মিল তাঁর । সুরেশ রায়নার চোখেও এই মিল ধরা পড়েছে । তিনি বলেছেন, "রোহিতের নেতৃত্বে ধোনির মিল পাওয়া যায় । যেভাবে ঠান্ডা মাথায় ও পরিস্থিতি সামলায়, সতীর্থদের মোটিভেট করে তাতে এটাই মনে হয় । ও একদম বিন্দাস । ও খুব ভালোভাবেই জানে যে মাঠে নামলেই রান করবে । ওর মধ্যে এই আত্মবিশ্বাস অন্যদের মধ্যেও ছড়িয়ে যায় । রোহিতের এই গুণগুলিই আমার পছন্দ ।"

রায়না আরও বলেন,"সম্প্রতি পুনের বিরুদ্ধে মুম্বইয়ের ফাইনাল ম্যাচ দেখছিলাম । মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিতের দু-তিনটে পদক্ষেপ দেখে আমি অবাক হয়ে গেছি । ওই সিদ্ধান্তগুলো ওর নিজেরই নেওয়া । সংকটজনক পরিস্থিতিতে কখন কী সিদ্ধান্ত নিতে হবে ও তা ভালমতোই জানে । তাই অধিনায়ক হিসেবে ওর ট্রফি জয়ের সংখ্যা দেখে অবাক হওয়ার কিছু নেই ।"

ABOUT THE AUTHOR

...view details