দুবাই, 28 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভালো পারফরম্যান্সের সুফল পেলেন রোহিত শর্মা ৷ আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এলেন হিটম্যান ৷ ছাড়িয়ে গেলেন টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারাকেও ৷ এখনও পর্যন্ত এটাই রোহিতের কেরিয়ারের সেরা টেস্ট র্যাঙ্কিং ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাদা জার্সিতে ফর্মে রয়েছেন হিটম্যান ৷ চেন্নাইয়ে জো রুটদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 161 রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷ আহমেদাবাদে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকান তিনি ৷ দ্বিতীয় ইনিংসে অপরাজিত 25 রান ৷ ঘরের মাঠে এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন ৷ আইসিসি ক্রমতালিকায় একলাফে ছয়ধাপ পার করে আট নম্বরে উঠে এলেন রোহিত ৷ তাঁর পয়েন্ট 742 ৷ তবে অতীতেও টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় প্রথম দশে পা রেখেছিলেন রোহিত ৷ 2019 সালের অক্টোবরে 722 পয়েন্ট নিয়ে দশনম্বরে উঠে এসেছিলেন ৷