পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নির্ণায়ক ম্যাচে ঝলসে উঠল হিটম্যানের ব্যাট - rohit reaches his 29 th century

বেঙ্গালুরুতে দুরন্ত রোহিত ৷ অজ়িদের বিরুদ্ধে শতরান রোহিতের ৷ খেললেন 119 রানের ইনিংস ৷

image
রোহিত শর্মা

By

Published : Jan 19, 2020, 9:10 PM IST

বেঙ্গালুরু, 19 জানুয়ারি : চোট নিয়ে ছিল উদ্বেগ ৷ তবে সবকিছু ভুল প্রমাণ করে বেঙ্গালুরুতে নায়ক সেই রোহিত শর্মা ৷ ব্যাট হাতে দুরন্ত পারফরমেন্স করলেন ৷ খেললেন 119 রানের ইনিংস ৷ বেঙ্গালুরুতে ওয়ান-ডে কেরিয়ারে 29তম শতরান করলেন রোহিত ৷ শতরানের নিরিখে সচিন, বিরাট ও পন্টিংয়ের পরেই আছেন তিনি ৷ আর একটি শতরান করলেই ধরে ফেলবেন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংকে ৷

সিরিজ়ের প্রথম দুটি ম্যাচে 'শান্ত' ছিল হিটম্যানের ব্যাট ৷ দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করলেও বড় ইনিংস গড়তে পারেননি তিনি ৷ তবে বেঙ্গালুরুতে পাওয়া গেল অন্য রোহিতকে ৷ অজ়ি ব্যাটসম্যান স্মিথ শতরান করেছিলেন ৷ তার পালটা দিলেন রোহিত শর্মা ৷

ফিল্ডিং করার সময় শিখর ধাওয়ান চোট পান ৷ ফলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হন রাহুল ৷ তবে বেঙ্গালুরুতে শুরুতেই আউট হয়ে যান আগের ম্যাচের নায়ক ৷ লোকেশ ফেরার পর অধিনায়ক বিরাটকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নিয়ে যান রোহিত ৷

ABOUT THE AUTHOR

...view details