পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সৌরভের সঙ্গে একাসনে রোহিত

অষ্টম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটে ৮০০০ রান করলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি ও বিরাট কোহলিদের এলিট ক্লাবে চলে এলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আটহাজার রান করলেন হিটম্যান।

By

Published : Mar 13, 2019, 9:58 PM IST

দিল্লি, ১৩ মার্চ : অষ্টম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ওয়ান-ডে ক্রিকেটে ৮০০০ রান করলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি ও বিরাট কোহলিদের এলিট ক্লাবে চলে এলেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ও বিশ্বের তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে আটহাজার রান করলেন হিটম্যান। দু'জনেই ২০০টি ইনিংস খেলে ৮০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন। আজ ম্যাচের আগে ৮০০০ রান থেকে ৪৬ রান দূরে ছিলেন মুম্বইকর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ়ে রানের মধ্যে ছিলেন না রোহিত। হায়দরাবাদে প্রথম একদিনের ম্যাচে ৩৭ রান করলেও নাগপুরে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর রাঁচিতে তৃতীয় ম্যাচে ১৪ রান করেন রোহিত। চতুর্থ একদিনের ম্যাচে ৯২ বলে ৯৫ রান করেন রোহিত। পাশাপাশি সেই ম্যাচে ঘরের মাঠে ৩০০০ রান ও ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা মারার মাইলস্টোন গড়েন তিনি। আজ ৪৬ রান করার সঙ্গে সঙ্গে ৮০০০-এর ক্লাবে যোগ দেন তিনি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details