পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পঞ্চম শতরান রোহিতের, ছুঁলেন সচিনকে - world cup

প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরির মালিক হলেন তিনি ।

রোহিত

By

Published : Jul 6, 2019, 10:04 PM IST

লিডস, 6 জুলাই : বিশ্বকাপে 6টি সেঞ্চুরি করতে সচিনের লেগেছিল 44 ম্যাচ । সেই মাইস্টোনকে মাত্র 17টি ম্যাচেই ছুঁলেন রোহিত শর্মা । পাশাপাশি একই বিশ্বকাপে 5টি শতরানের অনন্য এবং অনবদ্য নজির গড়লেন হিটম্যান । লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে তিনি 2019 ক্রিকেট বিশ্বকাপের পঞ্চম শতরানটি করলেন । পাশাপাশি প্রথম ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে 5টি সেঞ্চুরির মালিক হলেন তিনি ।

তাছাড়াও আজ বিশ্বকাপের অন্য একটি রেকর্ডও নিজের নামে করেন হিটম্যান । আগের দিন এক ভারতীয়ের রেকর্ড ভেঙেছিলেন শাকিব আল হাসান । ঠিক পরের দিনই শাকিবের কাছ থেকে সেই রেকর্ড পুনরুদ্ধার করলেন আর এক ভারতীয় । বিশ্বকাপের লিগ পর্বে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নামে । 2003 বিশ্বকাপের গ্রুপ লিগে 586 রান করেছিলেন সচিন ।

পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান টপকে যান সচিনকে । সরফরাজ়দের বিরুদ্ধে 64 রানের ইনিংস খেলার পর এবারের বিশ্বকাপে সাকিবের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় 606 রান । তবে আজকের ম্যাচে সেঞ্চুরি করে তাঁকে টপকে গেলেন রোহিত ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details