দিল্লি, 3 অগাস্ট : তরুণ প্রতিভা তুলে আনার জন্য সঠিক সময়েই যুবরাজ সিংকে নির্বাচকরা দল থেকে বাদ দেন ৷ আর এর জন্য নির্বাচকদের দোষারোপ করা অনুচিত ৷ এমনটাই মনে করেন রজার বিনি ৷
বিনির মতে, যুবরাজ আরও বছর দুই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চেয়েছিলেন ৷ কিন্তু খারাপ ফর্ম ও ফিটনেসের জন্য দল থেকে বাদ পড়েন ৷ তারপরই নিজের কেরিয়ারের ইতি টানতে বাধ্য হন তিনি ৷ একটি স্পোর্টস ম্যাগাজ়িনকে দেওয়া সাক্ষাৎকারে 1983 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বিনি বলেন, ‘‘আমি মনে করি যুবরাজ এক অসাধারণ প্রতিভা ৷ যুবরাজের কেরিয়ার দুরন্ত ৷ তবে আমি মনে করি সঠিক সময়েই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় ৷ এবং তাঁর জায়গায় কয়েকজন তরুণ প্রতিভা দলে জায়গা পায় ৷’’
গত মাসেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন যুবি ৷ অভিযোগ করেন, কেরিয়ারের শেষ দিকে BCCI তাঁকে যোগ্য সম্মান দেয়নি ৷ তাই বোর্ড তাঁকে ফেয়ারওয়েল ম্যাচ দিল কি না তা নিয়ে তাঁর মাথাব্যাথা নেই ৷ তিনি আরও বলেন, BCCI -এর এরকম আচরণ দেখে তিনি মোটেও অবাক হননি ৷ কারণ এর আগেও বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং ও জ়াহির খানের সঙ্গেও বোর্ড একইরকম আচরণ করেছে ৷