পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সঠিক সময়েই দল থেকে বাদ পড়েছেন যুবরাজ : রজার বিনি - প্রাক্তন বিশ্বকাপজয়ী অলরাউন্ডার রজার বিনি

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন যুবরাজ সিং ৷ তাঁর অভিযোগ ছিল, কেরিয়ারের শেষ দিকে BCCI তাঁকে যোগ্য সম্মান দেয়নি ৷ এই নিয়ে বিনি বলেন, এর জন্য নির্বাচকদের দোষারোপ করা অনুচিত।

Yuvraj Singh
যুবরাজ সিং ও রজার বিনি

By

Published : Aug 3, 2020, 7:51 PM IST

দিল্লি, 3 অগাস্ট : তরুণ প্রতিভা তুলে আনার জন্য সঠিক সময়েই যুবরাজ সিংকে নির্বাচকরা দল থেকে বাদ দেন ৷ আর এর জন্য নির্বাচকদের দোষারোপ করা অনুচিত ৷ এমনটাই মনে করেন রজার বিনি ৷

বিনির মতে, যুবরাজ আরও বছর দুই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চেয়েছিলেন ৷ কিন্তু খারাপ ফর্ম ও ফিটনেসের জন্য দল থেকে বাদ পড়েন ৷ তারপরই নিজের কেরিয়ারের ইতি টানতে বাধ্য হন তিনি ৷ একটি স্পোর্টস ম্যাগাজ়িনকে দেওয়া সাক্ষাৎকারে 1983 বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বিনি বলেন, ‘‘আমি মনে করি যুবরাজ এক অসাধারণ প্রতিভা ৷ যুবরাজের কেরিয়ার দুরন্ত ৷ তবে আমি মনে করি সঠিক সময়েই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় ৷ এবং তাঁর জায়গায় কয়েকজন তরুণ প্রতিভা দলে জায়গা পায় ৷’’

গত মাসেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন যুবি ৷ অভিযোগ করেন, কেরিয়ারের শেষ দিকে BCCI তাঁকে যোগ্য সম্মান দেয়নি ৷ তাই বোর্ড তাঁকে ফেয়ারওয়েল ম্যাচ দিল কি না তা নিয়ে তাঁর মাথাব্যাথা নেই ৷ তিনি আরও বলেন, BCCI -এর এরকম আচরণ দেখে তিনি মোটেও অবাক হননি ৷ কারণ এর আগেও বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং ও জ়াহির খানের সঙ্গেও বোর্ড একইরকম আচরণ করেছে ৷

আরও পড়ুন :- প্রতিপক্ষের গায়ে ইচ্ছাকৃত কাশি ? লাল কার্ড দেখাবেন রেফারিরা

2019 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন যুবরাজ ৷ দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন 2017 সালের জুলাই মাসে ৷ 2017 সালের চ্যাম্পিয়ন ট্রিফিতে ভারতীয় দলে ছিলেন যুবি ৷ তার পর ওয়েস্ট ইন্ডিজ় সফরে ওয়ানডে সিরিজ় খেলার জন্য দলে জায়গা পেয়েছিলেন তিনি ৷

তবে বিনির মতে, যুবরাজ দল থেকে বাদ পড়ার জন্য নির্বাচকদের দোষারোপ করতে পারেন না ৷ কারণ সেই সময় যুবি তাঁর ফর্মের ধারেকাছে ছিলেন না ৷ এছাড়া তাঁর ফিটনেসেও সমস্যা ছিল ৷

বিনি বলেন, "হয়ত যুবরাজ ওই রকম ভাবছেন ৷ নিঃসন্দেহে নির্বাচকরা তাঁর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ তবে তুমি নির্বাচকদের দোষ দিতে পার না ৷ দলে অধিনায়কই শেষ কথা ৷ এবং তাঁকে সবার প্রশ্নের উত্তর দিতে হয় ৷ তাই আমার মনে হয় এটা পাঁচ জন নির্বাচক ও একজন অধিনায়কের মিলিত সিদ্ধান্ত ৷ তোমার কেরিয়ারের শেষ দিকে কয়েক বছর তুমি আগের মতো খেলতে পারছিলে না ৷ তোমার ফিটনেস ঠিকমতো ছিল না ৷ তুমি ভালো পারফর্ম করতে পারছিলে না ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details