লন্ডন, 4 ফেব্রুয়ারি : এবার বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ঋষভ পন্থের তুলনা করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ৷ তাঁর মতে, বীরেন্দ্র সেওয়াগ যেমন বিপক্ষ বোলারদের মধ্যে ভীতির সৃষ্টি করতেন, তেমনই ক্ষমতা রয়েছে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের মধ্যে ৷ তবে, সেক্ষেত্রে পন্থকে নিজের আক্রমণাত্মক ব্যাটিং বজায় রাখতে হবে বলে মনে করেন ভন ৷
অস্ট্রেলিয়ায় ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর ছিলেন ঋষভ পন্থ ৷ ক্যাঙ্গারুদের দেশে অসাধারণ পারফর্মেন্সের কারণে আইসিসির জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য ম্যাচের জন্য মনোনীত হয়েছেন ঋষভ ৷ যার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ঋষভের পারফর্মেন্সের উপরে নজর রয়েছে ক্রিকেট বিশ্বের ৷ তেমনই মাইকেল ভনও মনে করেন, পন্থ এবং ইংল্যান্ডের খেলায়াড়দের দ্বৈরথ দেখার মতো হতে চলেছে ৷ তিনি বলেন, ‘‘ঋষভের সঙ্গে বেন স্টোকসের মতো ক্রিকেটারকে একসঙ্গে দেখা খুবই মজার ৷ যখন পন্থ ব্যাট হাতে মাঠে নামবেন, তখন তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে থাকব ৷ আমি এই সুযোগ মিস হতে দিতে পারি না ৷ কারণ এমন মুহূর্ত খুবই কম আসে ৷’’